verb কত প্রকার ও কি কি

Verb কাকে বলে

যে Word দ্বারা কোন কাজ সম্পাদন করা বুঝায় তাকে Verb বলে।

ইংরেজি Sentence এ Verb গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া Verb কে Sentence এর প্রাণ বলা হয়।

Verb কত প্রকার ও কি কি

Verb কে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়।

১। Principal Verb

২। Auxiliary/ Helping verb

verb কত প্রকার ও কি কি

Principal Verb কাকে বলে

Principal Verb যে সমস্ত Verb অন্য কোন Verb এর সাহায্য ব্যতীত স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে Principal verb বলে। অর্থাৎ যে Verb নিজে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে Principal verb বলে।

I read in class eight.

এখানে, Read verb টি অন্যকোন Verb এর সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, তাই Read verb টি Principal verb.

মনে রাখবে,

To be verb গুলো Am, is, are, was, were.

To be verb auxiliary verb ও Principal verb হিসেবে ব্যবহ্রত হয়।

To be, verb তখনই Auxiliary verb হিসেবে গণ্য হয় যখন তার পরে কোন Principal Verb ব্যবহৃত হয়।

Auxiliary/ Helping verb কাকে বলে

Auxiliary বা Helping verb: যে verb এর নিজস্ব কোন অর্থ প্রকাশের ক্ষমতা নেই শুধু Principal verb কে তার অর্থ প্রকাশে ( Tense গঠনের সময় ) সাহায্য করে তাকে Auxiliary verb বলে।

I am eating rice.

He will play football.

এখানে am, এবং will হলো auxiliary verb, eat ও play হলো Principal verb.

Principal verb দুই প্রকার

যথা:

১। Transitive Verb ( সকর্মক ক্রিয়া )

২। Intransitive Verb ( অকর্মক ক্রিয়া )

আরো পড়ুন

Adverb কাকে বলে

Vowel কাকে বলে

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *