Alphabet কাকে বলে

Vowel কাকে বলে

ইংরেজি বর্ণমালা ( Alphabet ) কে দুই ভাগে ভাগ করা যায়।

যথা:

১। Vowel ( স্বরবর্ণ )

২। Consonant ( ব্যঞ্জ্যনবর্ণ )

Vowel consonant কি

Vowel কাকে বলে

Vowel ( স্বরবর্ণ ): যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ব্যতীত নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে Vowel বলে।

Vowel হচ্ছে ৫টি- A, E, I, O, U

এ বর্ণ গুলো উচ্চারিত হতে অন্য কোন বর্ণের সাহায্য প্রয়োজন হয় না।

Consonant কাকে বলে

Consonant ( ব্যঞ্জ্যনবর্ণ ): যেসব Letters (বর্ণ) Vowel এর সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারেনা সেসব Letter বা বর্ণকে Consonant বলে।

যেমন:

N= E+N

M= E+M

Consonant হচ্ছে ২১  টি।

ইংরেজি বর্ণমালা হচ্ছে ২৬ টি তার মধ্যে থেকে Vowel হচ্ছে ৫ টি এবং বাকী ২১ টি হচ্ছে Consonant.

Semi Vowel কাকে বলে

W এবং Y এ দুটি বর্ণ কখনও Vowel এর মতো আবার কখনও Consonant এর মতো শব্দে ব্যবহৃত হয়। তাই এ দুইটি বর্ণকে Semi-Vowel বলে।

** W এবং Y যখন কোন ইংরেজি শব্দের প্রথমে বসে তখন এগুলো Consonant হয়। যেমন: Year

** যখন W এবং Y কোন ইংরেজি শব্দের মাঝে বা শেষে বসে তখন এগুলো Vowel এর কাজ করে। যেমন: Now, day ইত্যাদি।

মনে রাখবে,

  • Vowel ছাড়া কোন Word গঠন করা যায় না।
  • Vowel মোট ৫ টি।
  • Consonant এর সংখ্যা ২১ টি।
  • Semi vowel এর সংখ্যা ২টি।

আরো পড়ুন

Syllable কালে বলে

Person কাকে বলে

Share this

2 thoughts on “Vowel কাকে বলে”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *