person কত প্রকার

Person কাকে বলে

বিভিন্ন Sentence এ Verb এর ভিন্ন ভিন্ন Subject ( কর্তা ) কে Person বলে।

Person কত প্রকার

Person তিন প্রকার:

person কত প্রকার

১। First Person ( উত্তম পুরুষ )

২। Second Person ( মধ্যম পুরুষ )

৩। Third Person ( নাম পুরুষ )

First Person কাকে বলে

First Person ( উত্তম পুরুষ ): যে Word (শব্দ) দ্বারা আমি, আমরা, আমাদের বুঝায় তার Person কে First Person বলে।

যেমন: I, we, me, us, my, our,

Second Person কাকে বলে

Second Person ( মধ্যম পুরুষ ): যে Word (শব্দ) দ্বারা তুমি, তোমরা, তোমাদের ইত্যাদি বুঝায় তার person কে Second person বলে।

যেমন: you, your

Third Person কাকে বলে

Third Person ( নাম পুরুষ ): First ও second person ব্যতিত অন্যান্য Person কে Third person বলে। যেমন: They, Their, them, he, him, she, his, her, it ইত্যাদি।

আরো পড়ুন

Sentence কাকে বলে

Parts of Speech কাকে বলে

Number কাকে বলে

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *