number কাকে বলে কত প্রকার

Number কাকে বলে

Number যার বাংলা হচ্ছে সংখ্যা অর্থাৎ Number মানেই কোন সংখ্যা বা কোন কিছুর সংখ্যা। তাই কোন ব্যক্তি, বাস্তু বা প্রাণীর সংখ্যাকে Number বলে। বাংলায় যাকে বচন বলে।

Number কত প্রাকার

Number দুই প্রকার যথা:

number কত প্রকার ও কি কি

১। Singular Number ( এক বচন )

২। Plural Number ( বহু বচন )

Singular Number কাকে বলে

Singular Number ( এক বচন ): যে Noun দিয়ে একটি মাত্র ব্যক্তি বস্তু বা প্রাণিকে বুঝায় তাকে Singular Number বলে।

যেমন: Man, Boy ইত্যাদি।

Plural Number কাকে বলে

Plural Number ( বহু বচন ): যে Noun দিয়ে দুই বা তার অধিক ব্যক্তি বস্তু বা প্রাণিকে বুঝায় তাকে Plural Number বলে।

 যেমন: Boys, pens ইত্যাদি।

আরো পড়ুন

Parts of Speech কাকে বলে

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *