Parts of speech কত প্রকার

Parts of Speech কাকে বলে

পোস্টটি শেষ পর্যন্ত পড়লে জানতে পারবে parts of speech কাকে বলে, parts of speech কত প্রকার, noun কাকে বলে, Verb কাকে বলে Pronoun কাকে বলে।

Parts of Speech

Sentence বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি Word-কে Parts of Speech বলে। ইংরেজি ভাষায় কোন Sentence এ ব্যবহৃত প্রতিটি Word-ই ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করে থাকে।

Rakib is a good boy.

এখানে প্রত্যেকটি শব্দই ভিন্ন জাতীয় এবং এরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। আর এ সকল Word দিয়ে Speech বা বাক্য অথবা বক্তব্য গঠিত হয় বলে এরা প্রত্যেকেই বক্তব্যের এক একটি Part বা অংশ। আর এজন্যেই এদেরকে বলা হয় Part of Speech.

Parts of Speech কত প্রকার

Parts of Speech আট প্রাকর যথা:

verb কাকে বলে

১। Noun- বিশেষ্য

২। Pronoun (সর্বনাম)

৩। Adjective (বিশেষণ)

৪। Verb (ক্রিয়া)

৫। Adverb ( ভাব বিশেষণ)

৬। Preposition (পদান্বয়ী অব্যয়)

৭। Conjunction ( সমুচ্চয়ী অব্যয় )

৮। Interjection ( আবেগসূচক অব্যয়)

Noun কাকে বলে

Noun- বিশেষ্য: যে Word বা শব্দ দ্বার কোনো কিছুর নাম ( ব্যক্তি, বস্তু বা স্থান ইত্যাদি) বুঝায় তাকে Noun বলে।

যেমন: Karim, Rahim, Rakib, Sakib, Boy, Girl, Father, Mother ইত্যাদি সবগুলো Noun এর উদাহরণ।

Pronoun কাকে বলে

Pronoun (সর্বনাম): Noun এর পরিবর্তে যে Word গুলো ব্যবহার করা হয় তাকে Pronoun বলে।

যেমন: He, She, It, they, You, We ইত্যাদি।

Sakib is a good boy.

He goes to school daily.

এখানে দ্বিতীয় Sentence টিতে Sakib এর পরিবর্তে He ব্যবহার করা হয়েছে। He হচ্ছে Pronoun. একই Noun বার বার ব্যবহার করতে ভালো দেখায় না তাই Pronoun ব্যবহার করা হয়।

Verb কাকে বলে

Verb (ক্রিয়া): যে Word দ্বারা কোনো কাজ করা বুঝায় তাকে Verb বলে।

যেমন: Run, Read, Eat, Play, Walk ইত্যাদি।

They play cricket.

উপরের Sentence টিতে Play দ্বারা কাজ বুঝায়। তাই Play শব্দটি Verb.

Adverb কাকে বলে

Adverb ( ভাব বিশেষণ):  Adverb হলো এমন Word যা কোনো Verb, Adjective, বা অন্য কোনো Adverb কে বিশেষায়িত করে বা তার সাথে নতুন অর্থ যোগ করে।

যখন Verb কে Modify করে: Slowly, Strongly ইত্যাদি।

 He runs slowly.

আরো পড়ুন

Sentence কাকে বলে

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *