concrete noun kake bole

Concrete noun কাকে বলে

Concrete Noun (ইদ্রিয়গ্রাহ্য বিশেষ্য): যে Noun এর বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় তাকে Concrete Noun বলে। যেমন: boy, book ইত্যাদি।

Concrete Noun- কে চার ভাগে ভাগ করা যায়।

(1) Proper Noun

(2) Common noun

(3) Collective noun

(4) Material noun

Proper Noun কাকে বলে

Proper Noun: যে Noun কোন ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নির্দিষ্ট নাম বুঝায় তাকে proper noun বলে।

যেমন:- Raju is a good boy. Chittagong is a big city.

*** Proper noun এর  প্রথম অক্ষর Capital হয়।

Common noun কাকে বলে

Common noun: যে noun দ্বারা একজাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে Common noun বলে।

Raju is a good teacher.

The rose is a nice flower.

এখানে, Teacher সকল শিক্ষকের সাধারণ নাম এবং flower সকল ফুলের সাধারণ নাম। তাই teacher, flower হচ্ছে Common noun.

Collective noun কাকে বলে

Collective noun: যে Noun এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বুঝায়, তাকে Collective noun বলে। যেমন:-

He joined the police.

Our team has won the game.

এখানে, Police বলতে এক সাথে অনেকগুলো পুলিশ, আর team এর সাথে অনেকগুলো খেলোয়ার নিয়ে একটি দল। তাই এরা সকলে collective noun.

Material noun কাকে বলে

Material noun: যে noun দ্বারা কোন পদার্থের সমুদয় অংশকে অখন্ডভাবে বুঝায় কিন্তু সে পদার্থ হতে উৎপন্ন কোন বস্তুকে বুঝায় না বা যাহা সংখ্যা দ্বারা গণনা করা যায় না, শুধু পরিমাণ দ্বারা বুঝা যায়, তাকে Material noun বলে।

যেমন:-

Gold is a precious metal.

We eat rice.

এখানে, Gold, rice বস্তু বা পদার্থের নাম। এগুলো শুধু ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না। তাই এগুলো Material noun.

আরো পড়ুন

Tense কাকে বলে

Clause কাকে বলে

Adverb কাকে বলে

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *