সারাংশ কাকে বলে

সারাংস এবং সারমর্ম

সারাংস বা সারসংক্ষেপ কাকে বলে

একটি বিষয়ের ওপর বিস্তৃতভাবে লিখিত এক বা একাধিক অনুচ্ছেদের মূল বক্তব্যটুকু সংক্ষেপে উপস্থাপন করা হলে তাকে সারসংক্ষেপ বা সারাংশ বলে।

সারমর্ম বা ভাবার্থ কাকে বল

কোনো রচনায় কবি যে ভাবটি প্রকাশ করতে চান তা সংক্ষেপে উপস্থাপিত হলে তাকে সারমর্ম, ভাবার্থ বা মর্মার্থ বলে।

সারমর্ম ও সারাংশ লেখার ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে।

সারমর্ম কিংবা সারাংশ একটি অনুচ্ছেদে লেখা উচিত; একাধিক অনুচ্ছেদে লেখা অপ্রয়োজনীয়।
সারমর্মে উদ্ধৃতিচিহ্ন বর্জিত হবে এবং সংক্ষিপ্ত ও সংহতরূপে তা প্রকাশ করতে হবে।
প্রত্যক্ষ উক্তি থাকলে তা বর্জন করে পরোক্ষ উক্তিতে সংক্ষেপে প্রকাশ করতে হয়।
প্রারম্ভিক বাক্য যথাসম্ভব সংহত ও আকর্ষণীয় হওয়া চাই।
সারমর্ম/ সারাংশে উত্তম পুরুষে (আমি, আমরা) বা মধ্যম পুরুষে (তুমি, তোমরা) লেখা চলে না, প্রথম বা নাম পুরুষে লিখতে হয়।

আরো পড়ুন:- পত্র বা চিঠির কয়টি অংশ

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *