পত্রের কয়টি অংশ

পত্র বা চিঠির কয়টি অংশ

পত্র বা চিঠি কাকে বলে

‘পত্র’ শব্দটির আভিধানিক অর্থ চিহ্ন বা স্মারক। কোনো বিশেষ উদ্দেশ্যে মানবমনের কোনো ভাব, সংবাদ, তথ্য, আবেদন ইত্যাদি অপরের কাছে লিখিতভাবে জানানো হলে, তাকে সাধারণভাবে পত্র বা চিঠি বলে।

পত্র লিখার ক্ষেত্রে কতকগুলো সাধারণ নিয়ম মেনে চলতে হয়। যেমন-

চিঠির প্রকাশভঙ্গি আকর্ষণীয় হতে হবে। এর জন্য সহজ- সরল ও প্রাঞ্জল ভাষায় চিঠি লিখতে হবে।
হাতের লেখা যতটা সম্ভব পরিষ্কার রাখতে হবে।
পত্রে কোনো কঠিন শব্দ ব্যবহার করা যাবে না।
ভাষা প্রয়োগে শুদ্ধতা বজায় রাখতে হবে।
চিঠির বক্তব্য হবে সুস্পষ্ট।
খামে নাম ঠিকানা স্পষ্টাক্ষরে লিখতে হবে।

একটি চিঠিতে মূলত দুটি অংশে থাকে। যথা:

১. শিরোনাম এবং

২. পত্রগর্ভ ।

শিরোনাম

এর প্রধান অংশ প্রাপকের ঠিকানা । এই অংশে চিঠির খামের ওপর বামদিকে প্রেরকের ঠিকানা ও ডান দিকে প্রাপকের ঠিকানা লিখতে হয়।

পত্রগর্ভ

এটি হচ্ছে চিঠির ভেতরের অংশ। পত্রের মূল বিষয়কে পত্রের গর্ভাংশ বলা হয়।

বিভিন্ন ধরনের পত্র

ব্যক্তিগত চিঠি
সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি
মানপত্র ও স্মারকলিপি
আবেদনপত্র বা দরখাস্ত
বাণিজ্যিক বা ব্যবসায়িকপত্র
আমন্ত্রণ বা নিমন্ত্রণপত্র

চিঠির বা পত্রের কয়টি অংশ

ব্যক্তিগত চিঠিতে ছয়টি অংশ থাকে । যথা :

মঙ্গলসূচক শব্দসম্বোধন
স্থান ও তারিখমূল বক্তব্য
পত্র লেখকের স্বাক্ষরশিরোনাম

আরো পড়ুন:- স্বরবৃত্ত ছন্দ | মাত্রাবৃত্ত ছন্দ | অক্ষরবৃত্ত ছন্দ | অমিত্রাক্ষর ছন্দ

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *