ভাষা কাকে বলে | মাতৃভাষা কাকে বলে

ভাষা কাকে বলে

বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রাকাশের মাধ্যমকে ভাষা বলে।

( মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য কন্ঠধ্বনি এবং হাত, পা, চোখ ইত্যাদি অঙ্গ-প্রত্যঙ্গের সাহায্যে ইঙ্গিত করে থাকে।)

ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, ‘মনের ভাব প্রকাশের জন্য বাগযনেত্রর সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন, কোন বিশেষ জনসমাজে ব্যবহৃত, স্বতন্ত্রভাবে অবস্থিত, তথা বাক্যে প্রযুক্ত, শব্দ-সমষ্টিকে ভাষা বলে।‘

ড. মুহাম্মদ শহীদুল্লাহ মতে, ‘মনুষ্যজাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তাহার নাম ভাষা।‘

নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ

মাতৃভাষা কাকে বলে

মাতৃভাষা: মাতৃভাষা অর্থ মায়ের ভাষা। অন্যভাবে বলা যায়, আমরা মায়ের কাছ থেকে যে ভাষা শিখি তাই হলো আমাদের মাতৃষাভা।

তাই জন্মলগ্ন থেকে স্বাভাবিকভাবে মানুষ নিজের মায়ের কাছে যে ভাষাটি শিক্ষা পায়, তাকেই তার মাতৃভাষা বলে।

গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *