লিঙ্গ কত প্রকার

লিঙ্গ কাকে বলে | লিঙ্গ কত প্রকার

লিঙ্গ কাকে বলে

লিঙ্গ শব্দের অর্থ লক্ষণ বা  চিহ্ন । তাই যেসব লক্ষণ বা চিহ্ন দ্বারা শব্দকে পুরুষ, স্ত্রী বা অন্য জাতীয় হিসেবে পার্থক্য করা যায়, তাকে লিঙ্গ বলে।

লিঙ্গ কত প্রকার ও কী কী

লিঙ্গ চার প্রকার। যথা :-

  • স্ত্রীলিঙ্গ (Feminine Gender)
  • উভয়লিঙ্গ (Common Gender)
  • ক্লীবলিঙ্গ (Neuter Gender)

পুংলিঙ্গ Masculine Gender

পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দ (Masculine Gender) : যে শব্দ দ্বারা পুরুষ জাতিকে বোঝয় তাকে পুংলিঙ্গ (Masculine Gender) বলে।  যেমন :

বাবা ভাই
সুন্দরছেলে

স্ত্রীলিঙ্গ Feminine Gender

স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক শব্দ: যে শব্দ দ্বারা স্ত্রী জাতিকে বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ (Feminine Gender) বলে।

মামেয়ে
বোনসুন্দরী

উভয়লিঙ্গ Common Gender

  • উভয়লিঙ্গবাচক শব্দ। যে শব্দ দ্বারা স্ত্রী ও পুরুষ উভয়কেই বোঝায় তাকে উভয়লিঙ্গ (Common Gender) বলে। যেমন-
মানুষসন্তান
সাথীশিশু

ক্লীবলিঙ্গ Neuter Gender

  • ক্লীবলিঙ্গ বা অলিঙ্গবাচক শব্দ। যে শব্দ দ্বারা স্ত্রী ও পুরুষ না বুঝিয়ে কোন অচেতন পদার্থকে বোঝায় তাকে ক্লীবলিঙ্গ (Neuter Gender) বলে।
বইখাতা
টেবিলচেয়ার

লিঙ্গ পরিবর্তন কাকে বলে

  • পুরুষবাচক শব্দকে স্ত্রীবাচক শব্দে রূপান্তর করাকে লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন বলে। উদাহরণ-

পুরুষবাচক শব্দের শেষে –আ (া), —ঈ (ী), −নী, –আনি, –ইনি ইত্যাদি ত্রীপ্রত্যয় জুড়ে পুংলিঙ্গ শব্দকে স্ত্রীলিঙ্গে রূপান্তর করা যায়। যেমন-

ছাত্র > ছাত্রীজেলে > জেলেনি
চাকর > চাকরানিপ্রথম > প্রথমা
  • কখনো কখনো ভিন্ন শব্দযোগেও পুংলিঙ্গ শব্দ ত্রীলিঙ্গবাচক শব্দে পরিবর্তন হয়। যেমন-
পুরুষ> নারীস্বামী > স্ত্রী
ভাই > বোনছেলে > মেয়ে
  • কতকগুলো পুরুষবাচক শব্দের আগে মহিলা, নারী ইত্যাদি শব্দ প্রয়োগ করে লিঙ্গান্তর করতে হয়।
কবি > মহিলা কবিডাক্তার > মহিলা ডাক্তার,
সৈন্য > নারী সৈন্যপুলিশ > মহিলা পুলিশ

নিত্য পুরুষবাচক শব্দ

কবিরাজঢাকী
যোদ্ধারাষ্ট্রপতি
কৃতদারপুরোহিত
জামাতামওলানা
বিচারপতিকেরানী
পীরজ্বীন
সেনাপতিদলপতি
প্রধানমন্ত্রীদরবেশ

নিত্য স্ত্রীবাচক শব্দ

সতীনসত্মা
বিধবাঅর্ধাঙ্গিনী
সধবাএয়ো
দাইসধবা
ডাইনিকুলটা
অসূর্যস্পর্শাশাকচুন্নি
পেত্নীবাইজী
পরীকলঙ্কিনী

উভয়লিঙ্গ হিসেবে ব্যবহার করা যায় এমন কিছু শব্দ:- কবি, সভাপতি, চেয়ারম্যান ইত্যাদি।

আরো পড়ুন:- Gender কাকে বলে

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *