gender কত প্রকার ও কি কি

Gender কাকে বলে

যেসব Word দ্বারা স্ত্রী, পুরুষ ইত্যাদি লিঙ্গ ভেদ বুঝায় তাদেরকে Gender বলে।

১। Masculine Gender ( পুংলিঙ্গ )

২। Feminine Gender ( স্ত্রী লিঙ্গ )

৩। Common Gender ( উভয়লিঙ্গ )

৪। Neuter Gender ( ক্লীব লিঙ্গ )

Masculine Gender কাকে বলে

Masculine Gender ( পুংলিঙ্গ ): যে সব Word দিয়ে পুরুষ জাতি বুঝায় তাকে Masculine Gender বলে।

যেমন: Father, Boy, Uncle ইত্যাদি।

Feminine Gender কাকে বলে

যে সব Noun বা Pronoun দ্বারা স্ত্রী জাতিকে বুঝায় তাকে Feminine Gender বলে।

যেমন:

Mother, Sister, Aunt ইত্যাদি।

Common Gender কাকে বলে

Common Gender ( উভয়লিঙ্গ ): যে সব Noun বা Pronoun দিয়ে একই সাথে স্ত্রী-পুরুষ উভয়কেই বুঝানো হয় তাকে Common Gender বলে।

যেমন:

Student, Parent, Friend ইত্যাদি।

Neuter Gender কাকে বলে

Neuter Gender ( ক্লীব লিঙ্গ ): যে সব Noun বা Pronoun দ্বারা স্ত্রী পুরুষ কোনটি না বুঝিয়ে অচেতন বস্তুকে বুঝায় তাকে Neuter Gender বলে।

Chair, Table, it That ইত্যাদি।

আরো পড়ুন

Adjective কাকে বলে

Noun কাকে বলে

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *