লায়লী-মজনু'

দৌলত উজির বাহরাম খান

দৌলত উজির বাহরাম খান চট্টগ্রামের ফতেহবাদ জন্মগ্রহণ করেন । তিনি ছিলেন ষোল শতকের রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার মুসলিম কবি। তাঁর প্রকৃত নাম বাহরাম খান উপাধি দৌলত। তিনি আরবি, ফারসি ,সংস্কৃত  ভাষা এবং ইসলাম ও হিন্দু ধর্মশাস্ত্রে পারদর্শী ছিলেন।

  • লায়লী-মজনু’ কাব্যের অনুবাদক হলেন- দৌলত উজির বাহরাম খান ।

আরো পড়ুন:- দৌলত কাজী

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আস প্রশ্নসমূহ

প্রশ্ন:- ১।  দৌলত উজির বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? [৩৮তম বিসিএস]

(ক) ফরিদপুর

(গ) কৃষ্ণনগর

(গ)  সিলেট

(ঘ) চট্টগ্রাম

উত্তর:- (ঘ) চট্টগ্রাম

প্রশ্ন:- ২। ‘লায়লী-মজনু’ কাব্যের অনুবাদক হলেন- (সহকারী উপজেলা/থানা

শিক্ষা অফিসার: ১০)

(ক) সাবিরিদ খান

(খ) সৈয়দ সুলতান

(গ) দৌলত উজির বাহরাম খান

(ঘ) আলাওল

উত্তর:- (গ) দৌলত উজির বাহরাম খান

প্রশ্ন:- ৩ । বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় কোন যুগে? (তথ্য মন্ত্রণালয়ের অধীনে তথ্য অফিসার: ০৫/

(ক) প্রাচীন যুগ

(খ) মধ্যযুগ

(গ) আধুনিক যুগ

(ঘ) অন্তমধ্য যুগ

উত্তর:- (খ) মধ্যযুগ

প্রশ্ন:- ৪।  ‘লায়লী-মজনু’ কাব্যের উপাখ্যান কোন দেশের? [থানা মাধ্যমিক

শিক্ষা কর্মকর্তা: ১৫)

(ক) সৌদি আরব

(খ) ইরাক

(গ) ইরান

(ঘ) মিশর

উত্তর:-(গ) ইরান

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *