নীলদর্পণ নাটক

দীনবন্ধু মিত্র | নীলদর্পণ নাটক

দীনবন্ধু মিত্র ১৮৩০ সালে নদীয়ার চৌবেড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তার পিতার দেওয়া নাম ‘গন্ধর্ব নারায়ণ’ পরিবর্তন করে নিজে রাখেন ‘দীনবন্ধু।

১৮৭১ সালে লুসাই যুদ্ধের সময় কাছাড়ে সফলভাবে ডাক বিভাগ পরিচালনা করেন, এজন্য সরকার তাঁকে ‘রায়বাহাদুর’উপাধিতে ভূষিত করে।

  • দীনবন্ধু মিত্র রচিত বিখ্যাত নাটক – ‘নীলদর্পণ’ নাটকটি ১৮৬০ সালে ঢাকার বাংলা প্রেস থেকে প্রকাশিত হয়। নাটকটি প্রথম মঞ্চায়ন হয় ঢাকায়।
  • নাটকটিতে কৃষকদের ওপর নীলকরদের নির্মম নির্যাতনের চিত্র ফুটে উঠেছে।
  • দীনবন্ধু মিত্রের শ্রেষ্ঠ প্রহসন ‘সধবার একাদশী।

দীনবন্ধু মিত্রের নাটক

জামাই বারিকলীলাবতী
কমলে কামিনী

দীনবন্ধু মিত্রের প্রহসন

বিয়ে পাগলা বুড়োসধবার একাদশী

আরো পড়ুন:- দৌলত উজির বাহরাম খান

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *