লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে

দৌলত কাজী

দৌলত কাজী আনুমানিক ১৬০০ খ্রিষ্টাব্দে চট্টগ্রামের রাউজান জন্মগ্রহণ করেন।  তিনি  ছিলেন লৌকিক কাহিনীর আদি রচয়িতা এবং আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি।

  • তিনি বাংলা, হিন্দি , সংস্কৃত,ও ব্রজবুলি ভাষায় বিশেষ পাণ্ডিত্য অর্জন করেন।

আরো পড়ুন:- হরপ্রসাদ শাস্ত্রী

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নসমূহ

প্রশ্ন:-১। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? [২৭তম বিসিএস]

(ক) কোরেশী মাগন ঠাকুর

(খ) সৈয়দ সুলতান

(গ) দৌলত কাজী

(ঘ) আলাওল

উত্তর:- (গ) দৌলত কাজী

প্রশ্ন:-২। ‘সতীময়না ও লোরচন্দ্রানী’ কাব্যটির রচয়িতা- [জাতীয় রাজস্ববোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা )

(ক) আলাওল

(খ) দৌলত কাজী

(গ) মাগন ঠাকুর

(ঘ) মরদন

উত্তর:- (খ) দৌলত কাজী

প্রশ্ন:-৩ দৌলত কাজীর জন্মস্থান কোথায়? (সহকারী জজ নিয়োগ পরীক্ষা: ০৮]

(ক) চট্টগ্রাম

(খ) সিরাজগঞ্জ

(গ)  কুমিল্লা

(ঘ) নোয়াখালী

উত্তর:- (ক) চট্টগ্রাম

প্রশ্ন:-৪।  আরাকান রাজসভায় প্রথম বাঙালি কবি- (সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার: ০৫/

(ক)  কোরেশী মাগন ঠাকুর

(খ) দৌলত কাজী

(গ) আলাওল

(ঘ) মরদন

উত্তর:- (খ) দৌলত কাজী

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *