তথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্য

তথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্য

জানতে পারবে তথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্য, তথ্য কি এবং উপাত্ত কি।

উপাত্ততথ্য
১। প্রাথমিকভাবে সংগৃহীত অবিন্যস্ত বা এলোমেলো তথ্যকে ডেটা বলে।১। সুবিন্যস্তভাবে সাজানো ডেটা যা ব্যবহার করা যায় তাই তথ্য।
২। ডেটা ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ হতে পারে।২। তথ্য অর্থপূর্ণ এবং যথার্থ হবে।
৩। উপাত্ত হচ্ছে তথ্যের কাঁচামাল।৩। ডেটা প্রক্রিয়াকরণের মাধ্যমে তথ্য তৈরি হয়।
৪। সকল উপাত্ত তথ্য নয়।৪। সকল তথ্যই উপাত্ত।
৫। তথ্যের ইনপুট হচ্ছে ডেটা।৫। ডেটার আউটপুট হচ্ছে তথ্য।
৬। ডেটা ব্যবহারকারীর নিকট অর্থপূর্ণ হয় না অর্থাৎ ব্যবহার উপযোগী নয়।৬। তথ্য ব্যবহারকারীর নিকট অর্থপূর্ণ হয় এবং ব্যবহারযোগ্য।
৭। ডেটা প্রক্রিয়াজাত না করে ব্যবহার করা যায় না।৭। তথ্য সরাসরি ব্যবহার করা যায়।

ইন্টারনেট কত সালে চালু হয়

কম্পিউটার কাকে বলে এবং কম্পিউটারের জনক

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *