দ্রুত টাইপ শেখার কৌশল মোবাইল দিয়ে

বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আপনি যে চাকরি করেন না কেন, আপনাকে কম্পিউটার এর সংস্পর্শে আসতেই হবে আর্থাৎ কম্পিউটার এর ব্যাসিক ধারণা থাকতেই হবে। তার মধ্যে প্রথমত আপনাকে টাইপ করা জানতে হবে।

টাইপ শেখার গুরুত্ত্ব বুঝার জন্য আমি যদি একটি উদাহরণ দিই, আপনি যদি ভালো ইংরেজি না পারেন তাহলে যেমন নিজেকে উচ্চ শিক্ষিত দাবী করাটা অন্যায়,

তেমনি ভাবে আপনি যদি ভালো টাইপ করতে না পারেন তাহালে নিজেকে কম্পিউটার এক্সপার্ট দাবী করাটা অন্যায় হবে।

তাহলে টাইপ শেখার গুরুত্ত্বাটা বুঝতেই পারছেন।

তো টাইপ শেখার জন্য সাধারণত কম্পিউটার দরকার হয়, কিন্তু আপনার কাছে কম্পিউটার নেই, কিন্তু আমি নিশ্চিত আপনার কাছে একটি স্মার্ট ফোন আছে।

আর আপনি চাইলে আপনার হাতের কাছে থাকা স্মার্ট ফোনটি দিয়ে টাইপ শিখতে পারেন।

মোবাইল দিয়ে টাইপ শেখার জন্য কি কি প্রয়োজন?

স্মার্ট ফোন দিয়ে টাইপ শেখার জন্য আপনার প্রয়োজন হবে-

১. একটি OTG ( On The Go )  Cable ভালো মানের একটি OTG ক্যাবলের দাম হবে ১০০-১৫০ টাকা

মোবাইলে টাইপ
OTG-Cable

২. একটি কি বোর্ড, মধ্যেম মানের একটি কি বোর্ডের দাম হবে ২০০-৩০০ টাকা আর ভালো মানের A4Tech, Logi Tech দাম হবে সর্বোচ্চ ৫৫০ টাকা

Keyboard এবং OTG ক্রয় করার পর আপনি আপনার OTG ক্যাবলের এক প্রান্ত মোবাইলের চার্জিং যায়গায় লাগান আর এক প্রান্ত আপনার কি-বোর্ডের USB ক্যাবলের সাথে সংযুক্ত করুন।

দ্রুত টাইট শেখার পদ্ধতি

সঠিক ভাবে লাগানো হয়েছে কিনা যাচাই করার জন্য আপনার কি-বোর্ডের কোন বাতি জ্বলে কিনা লক্ষ্য করুন,যদি জ্বলে তাহলে বুঝতে পারবেন মোবাইলের সাথে সঠিক ভাবে সংযোগ হয়েছে।

আর না জ্বললে OTG এবং কি-বোর্ডের সংযোগ খুলে আবার লাগিয়ে দেখুন ঠিক হয়ে যাবে।

এবার চলে আসুন আপনি আপনার মোবাইলের স্কিনে এবং গুগল প্লে স্টোর ওপেন করে সার্চ বারে লিখুন  Microsoft Word

মাইক্রোসফট অফিস শিখুন

এবং এটি ডাউনলোড করে ওপেন করুন।

টাইপ শিখার উপার

এখন আপনি এখানে টাইপ শিখতে পারেন। যেহেতু এ সফটওয়্যারটি মাইক্রোসফট কোম্পানির তাই আপনি এখানে Microsoft Office  এর প্রায় সবগুলো সুবিধা পাবেন।

আর যাদের মোবাইলের র‌্যাম রোম কম তাঁরা এ সফটওয়্যারটি ডাউনলোড না করে, আপনি আপনার মোবাইলের ম্যাসেজে গিয়ে ও টাইপ প্রাকটিস করতে পারেন।

কী-বোর্ড পরিচিতি

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *