নক্ষত্র পতন বলে

নক্ষত্র পতন কাকে বলে

অনেক সময় রাতের বেলা মেঘমুক্ত আকাশে লক্ষ্য করলে দেখা যায় যে নক্ষত্র ছুটে যাচ্ছে বা মনে হয় কোন একটা নক্ষত্র খসে পড়ল, আর এ ঘটনাকে নক্ষত্র পতন বলে।

আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার নাম হচ্ছে ছায়াপথ। সূর্য এবং এর গ্রহগুলোকে বলা হয় সৌরজগৎ।

গ্রহ কাকে বলে

যে সব বস্তু সূর্যের চারদিকে বা সূর্যকে কেন্দ্র করে ঘুরে তাকে বলা হয় গ্রহ।

সূর্যের রয়েছে মোট আটটি গ্রহ। সেগুলো হলো- বুধ, শ্রক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।

এসব গ্রহকে কেন্দ্র করে যে সব বস্তু ঘুরে তাদেরকে বলা হয় উপগ্রহ। যেমন, চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে তাই চাঁদ পৃথিবীর উপগ্রহ। একটি গ্রহে একাদিক উপগ্রহ থাকতে পারে, যেমন-

বৃহস্পতি গহে উপগ্রহের সংখ্যা- ৬৭টি

শনি গ্রহে উপগ্রহের সংখ্যা- ৬২ টি

ইউরেনাসের উপগ্রহের সংখ্যা- ২৭ টি

নেপচুনের উপগ্রহের সংখ্যা- ১৪ টি

মনেরাখবে, গ্রহ ও উপগ্রহের নিজস্ব কোন আলো নেই। নক্ষত্র বা সূর্যের আলো পড়ে তা প্রতিফলিত হয়। উপগ্রহ মাধ্যাকর্ষন বলের প্রভাবে গ্রহের চারদিকে ঘুরে।

আরো পড়ুন

মানুষের বৈজ্ঞানিক নাম

মহাবিশ্ব কাকে বলে

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *