আয়তন বলতে কী বোঝায়

আয়তন কাকে বলে

ঘনবস্তুর ঘনফলকেই আয়তন বলে।

আয়তনের সূত্র

আয়তাকার ঘনবস্তুর আয়তনের পরিমাপ = দৈর্ঘ্যের পরিমাপ*প্রস্থের পরিমাপ*উচ্চতার পরিমাপ

আয়তন বের করার সূত্র
আয়তন

দৈর্ঘ্যে, প্রস্থ এবং উচ্চতার পরিমাপ একই এককে প্রকাশ করে আয়তনের পরিমাপ ঘন এককে নির্ণয় করা হয়। দৈর্ঘ্য ১ সে.মি, প্রস্থ ১ সে.মি এবং উচ্চতা ১ সে.মি হলে আয়তন হবে ১ গন সে.মি।

আয়তন পরিমাপের মেট্রিক এককাবলি

আয়তন পরিমাপের মেট্রিক

তরল পদার্থের আয়তন পরিমাপ

কোন তরল পদার্থ সাধরনত যতটুকু জায়গা জুড়ে থাকে তা এর আয়তন। তরল পদার্থের নির্দিষ্ট কোন দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নেই। যে পাত্রে তরল পদার্থ রাখা হয় তা সেই পাত্রের আকার ধারণ করে।

এ জন্য নির্দিষ্ট আয়তনের কোন ঘনবস্তুর আকৃতির মাপনি দ্বারা তরল পদার্থ মাপা হয়। এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই লিটার মাপনি ব্যবহার করা হয়।।

বর্তমানে ক্রেতাদের সুবিধার্থে তেল ১,২,৫ লিটার বোতলে বিক্রি করা হয় এবং পানির ক্ষেত্রেও একই ভাবে ২৫০, ৫০০, ১০০০ মিলিলিটার বোতলে করে বিক্রি করা হয়।

তরল পদার্থের আয়তন পরিমাপের মেট্রিক এককাবলি

তরল পদার্থের আয়তন

ইন্টারনেট কত সালে চালু হয়

সমবাহু ত্রিভুজ কাকে বলে এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *