সুকান্ত ভট্টাচার্যের

সুকান্ত ভট্টাচার্য

সুকান্ত ভট্টাচার্য ৩০শে শ্রাবণ ১৩৩৩ বঙ্গাব্দে কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়ায়। নিপীড়িত গণমানুষের প্রতি গভীর মমতার প্রকাশ ঘটেছে তাঁর কবিতায়।

  • তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘ছাড়পত্র’ কবির মৃত্যুর তিনমাস পরে প্রকাশিত হয়।
  • তিনি ১৯৪৭ সালের ১৪মে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মাত্র  ২০ বছর ৯ মাস বয়সে মৃত্যুবরণ করেন ।

সুকান্ত ভট্টাচার্য রচিত গ্রন্থসমূহ

‘ছাড়পত্র’ (১৯৪৭)‘ঘুম নেই’ (১৯৫০)
‘পূর্বাভাস’ (১৯৫০)‘মিঠেকড়া’ (১৯৫১)
‘অভিযান’ (১৯৫৩)‘হরতাল’ (১৯৬২)
‘গীতিগুচ্ছ’ (১৯৬৫)

সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত উক্তি

‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’ । (মহাজীবন)
‘অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি।
‘এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান; জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত ধ্বংসস্তূপ-পিঠে চলে যেতে হবে আমাদের। (ছাড়পত্র)
বন্ধু তোমার ছাড় উদ্বেগ, সুতীক্ষ্ণ কর চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত’। (উদ্যোগ)
এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’। (ছাড়পত্র)
‘কবি সে, ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পি বলে সে-ই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান।’ (এক যে ছিল)

আরো পড়ুন:- সুধীন্দ্রনাথ দত্ত

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *