সত্যেন্দ্রনাথ দত্ত এর কবিতা

সত্যেন্দ্রনাথ দত্ত

১৮৮২ খ্রিষ্টাব্দে কলকাতার  নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতামহ ছিলেন ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক ও উনিশ শতকের বিশিষ্ট প্রাবন্ধিক অক্ষয়কুমার দত্ত ।

ছন্দ নির্মাণে তিনি অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়েছেন। এজন্য তিনি ‘ছন্দের রাজা’ ও ও ‘ছন্দের জাদুকর বলা হয়ে থাকে।

  • রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ‘ছন্দের জাদুকর’ উপাধিতে ভূষিত করেন।
  • আরবি, ফার্সি, চীনা, জাপানি, ইংরেজি এবং ফরাসি ভাষার অনেক উৎকৃষ্ট কবিতা ও গদ্য তিনি বাংলায় অনুবাদ করেন।

সত্যেন্দ্রনাথ দত্তের কাব্য গ্রন্থ

সবিতাসন্ধিক্ষণ
হোমশিখাফুলের ফসল’
কাব্য সঞ্চয়নতীর্থ রেণু
তুলির লিখনঅভ্র-আবীর
কুহু ও কেকা’ হসন্তিকা
বিদায় আরতিবেলা শেষের গান
মণি-মঞ্জুষাতীৰ্থ সলিল
তীৰ্থ সলিলবেণু ও বীণা

উপন্যাস- ‘জনম দুঃখী

নাটক- রঙ্গমল্লী

প্রবন্ধ

চীনের ধূপছন্দ-সরস্বতী

সত্যেন্দ্রনাথ দত্তের বিখ্যাত উক্তি

কালো আর ধলো বাহিরে, ভিতরে সবারি সমান রাঙা।
মধুর চেয়ে আছে মধুর, সে আমার এই দেশের মাটি,আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনার চেয়ে খাঁটি।
জোটে যদি মোটে একটি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগি দুটি যদি জোটে ফুল কিনে নেও হে অনুরাগী ।

আরো পড়ুন:- সুধীন্দ্রনাথ দত্ত

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  ‘ছন্দের জাদুকর  কে? [বিসিক এর প্রমোশন অফিসার: ২১, এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার: ১৯ )

(ক) জসীমউদ্দীন

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) সুকান্ত ভট্টাচার্য

(ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তর:- (ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত

প্রশ্ন:-২।  বাংলা কবিতায় ছন্দ রচনায় এবং উদ্ভাবনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন- (সহকারি পরিচালক পরীক্ষা: ০৩)

(ক) সত্যেন্দ্রনাথ দত্ত

(খ) আবদুল কাদির

(গ) কাজী নজরুল

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর:- (ক) সত্যেন্দ্রনাথ দত্ত

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *