শতকরা শর্টকাট টেকনিক পর্ব-১

বিসিএস সহ যে কোন ধরণের নিয়োগ পরীক্ষায় শতকরা লাভ-ক্ষতি থেকে অংক আসে। এখানে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় শতকরা লাভ-ক্ষতি থেকে বেশি বার আসা প্রশ্ন সমূহ দেওয়া হলো।

প্রশ্ন:- এক ডজন কলা ৩৭.৫০ টাকায় ক্রয় করে ৩৯.৭৫ টাকায় বিক্রয় করলে শতকারা কত লাভ হবে? শ্রম অধিদপ্তরে রেজিস্ট্রার

ক.  ১৫%             

খ. ২০%

গ. ২২%               

ঘ. ৬%  

উত্তর: ৬%

প্রশ্ন:- একটি কলম ১.২৫ টাকায় কিনে ১.৩০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? কর্মসংস্থান ব্যাংক অ্যাসিসটেন্ট অফিসার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়

ক. ১০%                

খ. ৮%

গ. ৫%                    

ঘ. ৪%

উত্তর: ৪%

প্রশ্ন:- টাকায় ৩ টি করে কমলা ক্রয় করে টাকায় ২ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? অনেক গুলো সরকারি চাকরির পরীক্ষায় এসেছিল।

ক. ৫০%              

খ. ৩৩%

গ. ৩০%              

ঘ. ৩১%                               

উত্তর: ৫০%

প্রশ্ন:- ১০০ টাকায় ১০ টি ডিম কিনে ১০০ টাকায় ৪ টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? ৩৭ তম বিসিএস

ক. ১৬%              

খ. ২০%

গ. ২৫%              

ঘ. ২৮%               

উত্তর: ২৫%

প্রশ্ন:-২০ টি পণ্যের ক্রয়মূল্য ১৫ টি পণ্যের বিক্রয়মূল্যের সমান । বিক্রেতার শতকরা কত লাভ হয়? বাংলাদেশ ব্যাংক

ক. ৩২.২%         

খ. ১২.১%

গ. ৩৩.৩%         

ঘ. ৪৮.৩%                          

উত্তর: ৩৩.৩%

প্রশ্ন:-টাকায় ৬ টা ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে ২০% লাভ হবে? প্র. শি

ক. ৭                     

খ. ৫

গ. ৪                      

ঘ. ৬                                     

উত্তর: ৫

প্রশ্ন:-একজন দেকানদার ৫টি লেবু যে মূল্যে ক্রয় করে, ৪ টি লেবু সে মূল্যে বিক্রয় করে, তার শতকরা কত লাভ হবে? অনেক গুলো সরকারি চাকরির পরীক্ষায় এসেছিল

ক. ২০%              

খ. ২৫%               

গ. ৩০%              

ঘ. ৪০%                               

উত্তর: ২৫%

প্রশ্ন:-৪টি কমলা ২০ টাকায় কিনে ৩০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? স. চা

ক. ১০                  

খ. ৫০%

গ. ২৫%              

ঘ. ৩০%                                               

উত্তর:  ৫০%

প্রশ্ন:-টাকায় ৬টি লেবু ক্রয় করে টাকায় ৫ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? স.চা

ক. ৩০%              

খ. ১৫%

গ. ২৫%              

ঘ. ২০%                                               

উত্তর: ২০%

আপনি যদি এ অংক গুলো শর্টকাটে সমাধান করতে না পারেন তাহলে নিচের ভিডিওটি অবশ্যই দেখবেন। ভিডিওটি দেখার পর আপনি শর্টকাটে এবং সল্প সময়ে এ নিয়মের অংক সমাধান করতে পারবেন।

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *