অনুপাত শর্টকাট সমাধান পর্ব-২

অনুপাত ও সমানুপাত থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন গুলো নিম্নে দেওয়া হলো। আপনি যদি এ নিয়মের অংক শর্টকাটে করতে না পারেন। তাহলে নিচের ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখার পর আপনি এ নিয়মের সবগুলো অংক শর্টকাটে সমাধান করতে পারবেন।

প্রশ্ন:- ১৫৬ টাকাকে ২:৪:৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম টাকার পার্থক্য কত? স. চা

ক. ৪০ টাকা  খ. ৩৫ টাকা 

গ. ৩৭ টাকা  ঘ. ৩৯ টাকা 

উত্তর: ৩৯ টাকা

প্রশ্ন:- ৯০০০ টাকাকে ১:২:৩:৪:৫ অনুপাতে ভাগ করলে সবচেয়ে বড় ও ছোট অংশের পার্থক্য হবে?

ক. ২২০০ টকা খ. ২৪৫০ টাকা

গ. ২৫০০ টকা ঘ. ২০০০ টাকা

উত্তর:

প্রশ্ন:- একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩:৪:৫ হলে কোন তিনটিকে ডিগ্রিতে প্রকাশ করুন। স.চা

ক. ৪৫, ৬০, ৭৫ খ. ৪০, ৬৫, ৭৫

গ. ৪৫, ৬৫, ৭০ ঘ. ৪৫, ৫৫, ৮০  

উত্তর: ৪৫, ৬০,৭৫

প্রশ্ন:- কোন চতুর্ভুজের চার কোণের অনুপাত ১:২:২:৩ হলে সবচেয়ে বড় বা বৃহত্তম কোণের পরিমান কত?

ক. ১৫০ ডিগ্রি খ. ১৪৫ ডিগ্রি

গ. ১৩৫ ডিগ্রি ঘ. ১৪০ ডিগ্রি

উত্তর: ১৩৫ ডিগ্রি

প্রশ্ন:- একটি ত্রিভুজের বাহু গুলোর দৈর্ঘ্যেও অনুপাত ৩:৫:৬ ত্রিভুজটির পরিসীমা ৭০ একক হলে, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত?

ক. ২৫ খ. ৩০

গ. ৩৫ ঘ. ২৯

উত্তর: খ. ৩০

প্রশ্ন:- একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ৪:৭:৮ এবং পরিসীমা ৩৮ সে.মি হলে, বাহুগুলোর দৈর্ঘ্য কত? প্র. শি

ক. ৮, ১৪ ও ১৬ সে.মি খ. ১০, ১৪ ও ১৮ সে.মি

গ. ৮, ১৪ ও ২০ সে.মি ঘ. ১৮, ১৪ ও ৮ সে.মি

উত্তর: ক. ৮, ১৪ ও ১৬ সে.মি

অনুপাত শর্টকাট পর্ব-৩

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *