শওকত ওসমান

শওকত ওসমান

শওকত ওসমান ২ জানুয়ারি, ১৯১৭ সালে হুগলীর সবল সিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। তিনি ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক, নাট্যকার ও প্রাবন্ধিক।

  • শওকত ওসমানের গ্রন্থাকারে প্রকাশিত প্রথম উপন্যাস- ‘জননী’

রম্যরচনা: ‘নিজস্ব সংবাদদাতা প্রেরিত’ (১৯৮২)।

শওকত ওসমান এর উপন্যাস

‘জননী’ (১৯৫৮)‘জাহান্নাম হইতে বিদায়’ (১৯৭১)
‘দুই সৈনিক’ (১৯৭৩)নেকড়ে অরণ্য’ (১৯৭৩)
‘জলাঙ্গী’ (১৯৭৬)‘রাজপুরুষ’ (১৯৯২)
‘বনি আদম’: এটি ১৯৪৬‘ক্রীতদাসের হাসি’ (১৯৬২)
আর্তনাদ’ (১৯৮৫)‘চৌরসন্ধি’ (১৯৬৮)
‘সমাগম’ (১৯৬৭)‘রাজা উপাখ্যান’ (১৯৭১)

শওকত ওসমান এর নাটক

‘আমলার মামলা’ (১৯৪৯)‘কাঁকড়মনি’ (১৯৫২),
‘তস্কর ও লস্কর’ (১৯৫৩)‘বাগদাদের কবি’ (১৯৫৩)
‘জন্ম জন্মান্তর’ (১৯৬০)‘পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা’ (১৯৯০)

শওকত ওসমান এর গল্প

‘জন্ম যদি তব বঙ্গে’ (১৯৭৫)‘ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী’ (১৯৯০)
‘পিঁজরাপোল’ (১৯৫১), ‘প্রস্তর ফলক’ (১৯৬৪)
‘নেত্রপথ’ (১৯৬৮)‘মনিব ও তাহার কুকুর’ (১৯৮৬)
‘পুরাতন খঞ্জর’ (১৯৮৭)

প্রবন্ধ

‘ভাব ভাষা ও ভাবনা’ (১৯৭৪)‘সংস্কৃতির চড়াই
উত্রাই’ (১৯৮৫)
‘মুসলিম মানসের রূপান্তর’ (১৯৮৬)

শিশুতোষ:

‘ওটেন সাহেবের বাংলো’ (১৯৪৪)‘মস্কুইটোফোন’ (১৯৫৭)
‘ক্ষুদে সোশালিস্ট’ (১৯৭৩),‘পঞ্চসঙ্গী’ (১৯৮৭)

স্মৃতিকথা

‘স্বজন সংগ্রাম’ (১৯৮৬)‘কালরাত্রি খণ্ডচিত্র’ (১৯৮৬)
‘অনেক কথন’ (১৯৯১)‘মুজিবনগর’ (১৯৯৩)
‘অস্তিত্বের সঙ্গে সংলাপ’ (১৯৯৪)‘আর এক ধারাভাষ্য’ (১৯৯৬)।

অনুবাদ

‘নিশো’ (১৯৪৮-৪৯)‘লুকনিতশি’ (১৯৪৮)
‘বাগদাদের কবি’ (১৯৫৩)‘টাইম মেশিন’(১৯৫৯)
‘ডাক্তার আবদুল্লাহর কারখানা'(১৯৭৩)‘সন্তানের স্বীকারোক্তি’ (১৯৮৫)

পুরস্কার

তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬২)আদমজী সাহিত্য পুরস্কার (১৯৬৬)
একুশে পদক (১৯৮৩)স্বাধীনতা পুরস্কার (১৯৯৭)

আরো পড়ুন:- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *