মানিক বন্দ্যোপাধ্যায় এর উপন্যাস

মানিক বন্দ্যোপাধ্যায়

মানিক বন্দ্যোপাধ্যায়  ১৯০৮ খ্রিষ্টাব্দে তিনি সাঁওতাল পরগণার দুমকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতৃপুরুষের বসতি ছিল বাংলাদেশের বিক্রমপুরে। তিনি বাংলা উপন্যাস ও ছোটগল্পের লেখক হিসেবে খ্যাতিমান।

  • মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম প্রকাশিত গল্প – ‘অতসী মামী’
  • তিনি ‘নাবারুণ’ পত্রিকার সম্পাদক ছিলেন।

মানিক বন্দ্যোপাধ্যায় এর উপন্যাস

‘জননী’ (১৯৩৫)পদ্মানদীর মাঝি’ (১৯৩৬)
পুতুলনাচের ইতিকথা’ (১৯৩৬)‘অমৃতস্য পুত্রা’ (১৯৩৮)
‘শহরতলী’ (১৯৪০)‘অহিংসা’ (১৯৪১)
মাশুল’ (১৯৫৬)।‘আরোগ্য’ (১৯৫৩)
দিবারাত্রির কাব্য’ (১৯৩৫)‘শহরবাসের ইতিকথা’ (১৯৪৬)
‘চিহ্ন’ (১৯৪৭)‘চতুষ্কোণ’ (১৯৪৮)
‘জীয়ন্ত’ (১৯৫০)‘সোনার চেয়ে দামী’ (১৯৫১)
‘স্বাধীনতার স্বাদ’ (১৯৫১)‘ইতিকথার পরের কথা’ (১৯৫২)
‘হরফ’ (১৯৫৪)‘হলুদ নদী সবুজ বন’ (১৯৫৬)

মানিক বন্দ্যোপাধ্যায় এর গল্পগ্রন্থ

‘অতসী মামী‘প্রাগৈতিহাসিক’ (১৯৩৭)
‘মিহি ও মোটা কাহিনী’ (১৯৩৮)সরীসৃপ’ (১৯৩৯)
‘সমুদ্রের স্বাদ’ (১৯৪৩)‘বৌ’ (১৯৪৩)
‘ভেজাল’ (১৯৪৪)ফেরিওয়ালা’ (১৯৫৩)
‘আজকাল পরশুর গল্প’ (১৯৪৬)‘ছোট বকুলপুরের যাত্রী’ (১৯৪৯)

অন্যান্য রচনাবলি

প্রবন্ধ‘লেখকের কথা’ (১৯৫৭)
নাটক : ‘ভিটেমাটি’ (১৯৪৬)

আরো পড়ুন:- রবীন্দ্রনাথ ঠাকুর

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *