প্রমথ চৌধুরীর সবুজপত্র

প্রমথ চৌধুরী

প্রমথ চৌধুরী ৭ই আগস্ট ১৮৬৮ সালে যশোরে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছিল পাবনা জেলায় হরিপুর গ্রামে।

তিনি ১৮৯০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণিতে এম.এ. ডিগ্রি লাভ করেন এবং পরে ব্যারিস্টারি পড়ার জন্য বিলাত যান।

বিলাত থেকে ফিরে এসে  সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। তাঁর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল ।

তাঁর সম্পাদিত ‘সবুজ পত্র’ বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে। তাকে বলা হয় বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক।

  • প্রমথ চৌধুরীর  ছদ্মনাম- বীরবল
  • প্রমথ চৌধুরীর প্রথম প্রবন্ধ – জয়দেব
  • তিনি ‘সবুজপত্র ও ‘বিশ্বভারতী পত্রিকার সম্পাদক ছিলেন।
  • তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৮ সালে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন।

প্রমথ চৌধুরীর প্রবন্ধগ্রন্থ

তেল-নুন-লাকড়িনানাকথা
আমাদের শিক্ষারায়তের কথা
নানাচর্চাআত্মকথা

প্রমথ চৌধুরীর কাব্যগ্রন্থ

পদচারণসনেট পঞ্চাশৎ

প্রমথ চৌধুরীর গল্পগ্রন্থ

চার ইয়ারী কথাআহুতি
নীললোহিত ও গল্পসংগ্রহ

প্রবন্ধ

সাহিত্যে খেলা’বই পড়া
ভাষার কথাযৌবনে দাও রাজটীকা

প্রমথ চৌধুরী বিখ্যাত উক্তি

সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।বই পড়া
ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে।ভাষার কথা

আরো পড়ুন:- ফররুখ আহমদ

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *