মুসলিম রেনেসাঁর কবি

ফররুখ আহমদ

ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ই জুন মাগুরা জেলার মাঝআইল গ্রামে জন্মগ্রহণ করেন। ইসলামি আদর্শ ও ঐতিহ্য তাঁকে কাব্যসৃষ্টিতে প্রেরণা জুগিয়েছে।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ : সাত সাগরের মাঝি, সিরাজাম্ মুনীরা, মুহূর্তের কবিতা, ছড়ার আসর, পাখির বাসা, হাতেমতায়ী, নতুন লেখা, ইত্যাদি।

  • ফররুখ আহমদের উপাধি- মুসলিম রেনেসাঁর কবি ।
  • তিনি ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।
  • ১৯৩৭ সালে ‘বুলবুল’ পত্রিকায় তাঁর প্রথম কবিতা ‘রাত্রি’ প্রকাশিত হয়।

পুরস্কার

তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬০)আদমজী সাহিত্য পুরস্কার (১৯৬৬)
স্বাধীনতা পুরস্কার (১৯৮০) পান।একুশে পদক (১৯৭৭)
ইউনেস্কো পুরস্কার (১৯৬৬)

ফররুখ আহমদ এর কাব্যগ্রন্থ

‘সাত সাগরের মাঝি’ (১৯৪৪)‘নৌফেল ও হাতেম’ (১৯৬১)
‘হাতেমতায়ী’ (১৯৬৬)‘মুহূর্তের কবিতা (১৯৬৩)
‘সিরাজাম মুনিরা’ (১৯৫২)‘সিন্দাবাদ’ (১৯৮৩)

শিশুতোষ গ্রন্থ

‘পাখির বাসা’ (১৯৬৫)‘নতুন লেখা’ (১৯৬৯)
‘হরফের ছড়া’ (১৯৭০)‘চাঁদের আসর’ (১৯৭০)
‘ছড়ার আসর’ (১৯৭০)‘ফুলের জলসা’ (১৯৮৫)

কবিতা

‘উপহারপাঞ্জেরী

আরো পড়ুন:- জাফর ইকবাল

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *