মুহম্মদ জাফর ইকবাল

জাফর ইকবাল

জনপ্রিয় শিশুসাহিত্যিক ও কলাম লেখক মুহম্মদ জাফর ইকবালের জন্ম ১৯৫২ সালে সিলেট শহরে। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। তিনি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ এবং ও কার্টুনিস্ট আহসান হাবীবের সহোদর।

তিনি ঢাকা পড়াশোনা করেন ঢাকা  বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে। যুক্তরাষ্ট্রে দীর্ঘ আঠারো বছর থেকে তিনি দেশে ফিরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগ দেন।

তিনি শিশু-কিশোরদের জন্যে লেখালেখি করেন। বিজ্ঞান বিষয়ক লেখার জন্যে তাঁকে ২০০8 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়।

  • তাঁর প্রকাশিত প্রথম সায়েন্স ফিকশন গল্পের নাম- কপোট্রনিক সুখ দুঃখ (১৯৭৬)।

পুরস্কার ও সম্মাননা

বাংলা একাডেমি পুরস্কার, ২০০৪ইউরো শিশুসাহিত্য পদক ২০০৪
শ্রেষ্ঠ কাহিনীকার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১ জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার আজীবন সম্মাননা

জাফর ইকবাল এর উপন্যাস

‘আকাশ বাড়িয়ে দাও’ (১৯৮৭)‘বিবর্ণ তুষার’ (১৯৯৩)
‘দুঃস্বপ্নের দ্বিতীয় প্রহর’ (১৯৯৪)‘মহব্বত আলীর একদিন’ (২০০৬)

জাফর ইকবাল এর গল্পগ্রন্থ

‘একজন দুর্বল মানুষ’ (১৯৯২)‘ছেলেমানুষী’ (১৯৯৩)
‘মধ্যরাত্রিতে তিন দূর্ভাগা তরুণ’ (২০০৪)

জাফর ইকবাল এর বৈজ্ঞানিক গ্রন্থ

‘কপোট্রনিক সুখ দুঃখ’ (১৯৭৬)মহাকাশে মহাত্রাস’ (১৯৭৭)
‘ক্রুগো’ (১৯৮৮)‘বিজ্ঞানী সফদর আলীর মহা আবিষ্কার’ (১৯৯২)
‘নিঃসঙ্গ গ্রহচারী’
(১৯৯৪)
‘নয় নয় তিন শূন্য তিন’ (১৯৯৬)
‘একজন অতিমানবী’ (১৯৯৮)‘ফিনিক্স’ (২০০৩)
‘অবনীল’ (২০০৪)‘জলমানব’ (২০০৭)
‘অক্টোপাসের চোখ’ (২০০৯)‘প্ৰডিজি’ (২০১১)
‘ব্লাকহোলের বাচ্চা’ (২০১৩)

আরো পড়ুন:- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

শিশুতোষ কিশোর সাহিত্য

‘সাগরের যত খেলনা’ (২০০২)‘রতন’ (২০০৮)
‘ঘাসফড়িং’ (২০০৮)‘ভূতের বাচ্চা কটকটি’ (২০০১)
‘হাতকাটা রবিন’ (১৯৭৬)‘দীপু নাম্বার টু’ (১৯৮৪)
‘আমার বন্ধু রাশেদ’ (১৯৯৪)‘বুবনের বাবা’ (১৯৯৮)
‘কাজলের দিনরাত্রি’ (২০০২)‘নাট বল্টু’ (২০০৮)
‘রাশা’ (২০১০)‘ইস্টিশন’ (২০১৩)

ভ্রমণকাহিনী

‘আমেরিকা’ (১৯৯৭)‘তোমাদের প্রশ্ন আমার উত্তর’ (২০০৪)
‘রঙিন চশমা’ (২০০৭)

বিজ্ঞান বিষয়ক রচনা

‘দেখা আলো না দেখা রূপ’ (১৯৮৬)‘নিউরণে অনুরণন’ (২০০২)
‘থিউরী অফ রিলেটিভিটি’

ভৌতিক রচনা

‘প্রেত’ (১৯৮৩)‘পিশাচিনী’ (১৯৯২)
‘নিশিকন্যা’ (২০০৩)‘ছায়ালীন’ (২০০৬,২০০৮)
‘দানব’ (২০০৯)

মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা

‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ (২০০৯)‘ছোটদের মুক্তিযুদ্ধের ইতিহাস’

আরো পড়ুন:- রবীন্দ্রনাথ ঠাকুর

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *