পল্লী কবি জসীম উদ্দীন

জসীম উদ্দীন

জসীম উদ্‌দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পূর্ণ নাম মোহাম্মাদ জসীম উদ্‌দীন তবে তিনি জসীম উদ্‌দীন নামেই পরিচিত।

তার বাবার নাম আনসার উদ্দিন মোল্লা এবং মা আমিনা খাতুন ওরফে রাঙাছুট। তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক।

মৃত্যু: জসীম উদ্‌দীন ১৪ মার্চ, ১৯৭৬ সনে ঢাকায় মৃত্যুবরণ করেন। তার শেষ ইচ্ছা অনুসারে ফরিদপুর জেলার অম্বিকাপুর গ্রামে তার দাদীর কবরের পাশে তাকে দাফন করা হয়।

জসীম উদ্দীন এর কবিতা

কবরআসমানী
রাখাল ছেলে (রাখালী)নিমন্ত্রণ (ধানক্ষেত)
মুসাফির (বালুচর)চাষার ছেলে’
পল্লীজননী

কবর কবিতা

কবর কবিতাটি প্রথম প্রকাশিত হয় ‘কল্লোল’ পত্রিকায়। প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ ‘কবর’ কবিতার মূল বিষয়। এ কবিতায় ১১৮ টি পক্তি আছে এবং কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।

জসীম উদ্দীন এর কাব্যগ্রন্থসমূহ

রাখালী১৯২৭
নক্সীকাঁথার মাঠ১৯২৯
সূচয়নী১৯৬১
সোজন বাদিয়ার ঘাট১৯৩৪
এক পয়সার বাঁশি১৯৫৬
ধানক্ষেত১৯৩৩
রূপবতী১৯৪৬
মা যে জননী কান্দে১৯৬৩
বালুচর১৯৩০
মাটির কান্না১৯৫৮
সকিনা১৯৫৯

জসীম উদ্দীন এর নাটক

বেদের মেয়ে১৯৫১
পদ্মাপাড়১৯৫০
মধুমালা১৯৫১
গ্রামের মায়া১৯৫৯
পল্লীবধূ১৯৫৬

ভ্রমণকাহিনী

চলে মুসাফির১৯৫২
যে দেশে মানুষ বড়১৯৬৮
হলদে পরীর দেশ১৯৬৭
জার্মানির শহরে ও বন্দরে১৯৭৬

উপন্যাস

বোবাকাহিনী১৯৬৪

শিশুতোষ গ্রন্থ

জীবনকথা১৯৬৪
হাসু১৯৩৮
এক পয়সার বাঁশী’ ১৯৪৯
ডালিমকুমার১৯৫১

স্মৃতিকথা

যাদের দেখেছি ১৯৫২
ঠাকুর বাড়ির আঙিনায়১৯৬১

গানের সংকলন

গাঙ্গের পাড়১৯৬৪
রঙ্গিলা নায়ের মাঝি১৯৩৫
জারিগান১৯৬৮

বিখ্যাত পঙ্ক্তি

এই খানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে। (কবর)
এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। (কবর)
যে মোরে করিল পথের বিবাগী, পথে পথে আমি ফিরি তার লাগি । (প্রতিদান)
বাপের বাড়িতে যাইবার কাল কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ। (কবর)
এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাঠির তলে, গাড়িয়া দিয়াছি কত সোনামুখ নাওয়ায়ে চোখের জলে । (কবর)

আরো পড়ুন:- জহির রায়হান

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *