জহির রায়হানের উপন্যাস

জহির রায়হান

জহির রায়হান ১৯৩৫ সালের ১৯শে আগস্ট ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন । তাঁর আসল নাম মোহাম্মদ জহিরুল্লাহ। তিনি ছিলেন একজন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ সালে বাংলায় স্নাতক ডিগ্রি লাভ করেন।

  • ১৯৫২সালের ভাষা আন্দোলনে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন এবং গ্রেফতার হয়ে কারাবরণ করেন।
  • ১৯৭২ সালের ৩০শে জানুয়ারি তিনি নিখোঁজ ও শহিদ হন। তাঁর লাশ পাওয়া যায়নি।

পুরস্কার ও সম্মাননা

আদমজী সাহিত্য পুরস্কার (১৯৬৪)হাজার বছর ধরে উপন্যাসের জন্য
নিগার পুরস্কার (১৯৬৫)কাচের দেয়াল চলচ্চিত্রের জন্য
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (মরণোত্তর -১৯৭২)গল্প সাহিত্যে অবদানের জন্য
একুশে পদক- (মরণোত্তর ১৯৭৭)শিল্পকলায় (চলচ্চিত্র) অবদানের জন্য
স্বাধীনতা দিবস পুরস্কার-(মরণোত্তর-১৯৯২)সাহিত্যে অবদানের জন্য
জাতীয় চলচ্চিত্র পুরস্কার (মরণোত্তর-২০০৫)হাজার বছর ধরে চলচ্চিত্রের জন্য

জহির রায়হান এর উপন্যাস

‘শেষ বিকেলের মেয়ে’ (১৯৬০)‘হাজার বছর ধরে’ (১৯৬৪)
‘আরেক ফাল্গুন’ (১৯৬৮)‘আর কত দিন’ (১৯৭০)
‘একুশে ফেব্রুয়ারি’ (১৯৯২)‘তৃষ্ণা’ (১৯৬২)
‘বরফ গলা নদী’ (১৯৬৯)‘কয়েকটি মৃত্যু’ (১৯৬৫)

জহির রায়হান এর পরিচালিত চলচিত্র

‘কখনো আসেনি’ (১৯৬১)‘সঙ্গম’ (১৯৬৪)
‘জীবন থেকে নেয়া’ (১৯৭০)‘কাঁচের দেয়াল’ (১৯৬৩)
‘বাহানা’ (১৯৬৫)‘সোনার কাজল’ (১৯৬২)
‘বেহুলা’ (১৯৬৬),‘আনোয়ারা’ (১৯৬৭)
প্রামান্যচিত্র- লেট দেয়ার বি লাইট

আরো পড়ুন:-সুকান্ত ভট্টাচার্য

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *