ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা

উইলিয়াম কেরী

উইলিয়াম কেরী ১৭ আগস্ট, ১৭৬১ খ্রিষ্টাব্দে ইংল্যান্ডের নর্দানটন এ জন্মগ্রহণ করেন। তিনি খ্রিস্টধর্ম প্রচারের উদ্দেশ্যে বাইবেলের প্রথম বাংলা অনুবাদ করেন ।

উইলিয়াম কেরী  বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান হিসেবে ১৮০১ সালের  ফোর্ট উইলিয়াম কলেজে যোগদান করেন।

তার রচিত ‘কথোপকথন’ বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ। তার রচিত ইংরেজিতে বাংলা ব্যাকরণের নাম ‘এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ’। তিনি ১৮০০ সালে ‘শ্রীরামপুর মিশন’ প্রতিষ্ঠা করেন ।

আরো পড়ুন:- রাজা রামমোহন রায়

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১। কোনটি উইলিয়াম কেরীর রচনা? [পিটিআই এর ইন্সট্রাক্টর: ১৯]

(ক) হিতোপদেশ

(খ) বাইবেল

(গ) লিপিমালা

(ঘ) কথোপকথন

উত্তর:- (ঘ) কথোপকথন

প্রশ্ন:-২। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন- [বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক: ১৫]

(ক) মি. উইলিয়াম

(খ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

(গ) রাজা রামমোহন রায়

(ঘ)  উইলিয়াম কেরী

উত্তর:- (ঘ)  উইলিয়াম কেরী

প্রশ্ন:-৩।  যে ইংরেজ ব্যক্তির কাছে বাংলাভাষা চির ঋণী হয়ে আছে তার নাম-

(ক) লর্ড বেন্টিঙ্ক

(গ) লর্ড ক্লাইভ

(খ) উইলিয়াম কেরী

(ঘ) লর্ড ডালহৌসি

উত্তর:- (খ) উইলিয়াম কেরী

প্রশ্ন:- ৪। বাংলা গদ্যের বিকাশে কোন বিদেশির অবদান সর্বাধিক? (ভিডিপি অধিদপ্তরে সার্কেল অ্যাডজুটেন্ট: ১০)

(ক) লর্ড বেন্টিঙ্ক

(খ্) উইলিয়াম কেরী

(গ) লর্ড ক্লাইভ

(ঘ) লর্ড ডালহৌসি

উত্তর:- (খ্) উইলিয়াম কেরী

প্রশ্ন:-৫।  ‘কথোপকথন’ গ্রন্থটি কার রচনা? [ভূমি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের-২০১১)

(ক) উইলিয়াম কেরী

(খ) পঞ্চানন কর্মকার

(গ) জোশুয়া মার্শম্যান

(ঘ) রামরাম বসু

উত্তর:- (ক) উইলিয়াম কেরী

প্রশ্ন:-৬।  বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম নির্দেশ করুন? (পিটিআই এর শিক্ষক: ১৯ )

(ক)  রাজা প্রতাপাদিত্য চরিত্র ও প্রবোধচন্দ্রিকা

(খ)  লিপিমালা

(গ) কথোপকথন

(ঘ) প্রবোচন্দ্রিকা

উত্তর:- (গ) কথোপকথন

প্রশ্ন:-৭।  ‘ইতিহাসমালার লেখক কে? (সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা: ১৬)

(ক) উইলিয়াম কেরী

(খ্) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(গ) ইব্রাহিম

(ঘ) রামরাম বসু

উত্তর:- (ক) উইলিয়াম কেরী

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *