এস. ওয়াজেদ আলির

এস ওয়াজেদ আলি

হুগলি জেলার শ্রীরামপুরস্থ বড়তাজপুর গ্রামে ১৮৯০ সালের ৪ঠা সেপ্টেম্বর এস. ওয়াজেদ আলি জন্মগ্রহণ করেন। তিনি ১৯১০ সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থকে বি.এ. পাস করেন এবং ১৯১৫ সালে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বার অ্যাট-ল ডিগ্রি লাভ করে তিনি কলকাতা হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত হন।

  • ১৯২৩ সালে তিনি কলকাতা প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট নিযুক্ত হন ।
  • ১৯২৫ সালে তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সভাপতি নির্বাচিত হন।

এস ওয়াজেদ আলির সাহিত্যকর্ম

গল্প:মাশুকের দরবার- ১৯৩০, দরবেশের দোয়া- ১৯৩১, বাদশাহী গল্প -১৯৪৪, গল্পের মজলিস- ১৯৪৪
ভ্রমণকাহিনী:পশ্চিম ভারত’ (১৯৪৮), মোটরযোগে রাঁচি সফর’ (১৯৪৯)।
ঐতিহাসিক উপন্যাস:গ্রানাডার শেষ বীর
প্ৰবন্ধ:অতীতের বোঝা’ (১৯১৯) ভবিষ্যতের বাঙালি’ (১৯৪৩), প্রাচ্য ও প্রতীচ্য’ (১৯৪৩), আকবারের রাষ্ট্রসাধনা’ (১৯৪৯), মুসলিম সংস্কৃতির আদর্শ, জীবনের শিল্প’ (১৯৪১)।

আরো পড়ুন:- কাজী আবদুল ওদুদ

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  কোন গ্রন্থটির রচয়িতা এস. ওয়াজেদ আলি? (২৪তম বিসিএস খানা নির্বাচন অফিসার: ০৪)

(ক) আশা-আকাঙ্ক্ষার সমর্থনে

(খ) ভবিষ্যতের বাঙালি

(গ) সভ্যতা

(ঘ) উন্নত জীবন

উত্তর:- (খ) ভবিষ্যতের বাঙালি

প্রশ্ন:-২। ‘ভবিষ্যতের বাঙালি’ গ্রন্থটির রচয়িতা কে? (কারিগরি শিক্ষা অধিদপ্তরের কম্পিউটার অপারেটর: ২১)

(ক) এস. ওয়াজেদ আলি

(খ) নীহাররঞ্জন রায়

(গ) মোতাহের হোসেন চৌধুরী

(ঘ) মুহম্মদ এনামুল হক

উত্তর:- (ক) এস. ওয়াজেদ আলি

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *