আবুল ফজল এর উপন্যাস

আবুল ফজল

আবুল ফজল ১ জুলাই, ১৯০৩ সালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’  এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এবং ১৯৬২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

  • আবুল ফজল ছিলেন ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের অন্যতম কর্ণধার ।
  • তিনি ‘জাতির বিবেক’ বলে স্বীকৃতি লাভ করেন।
  • ১৯৭৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি লাভ করেন।

আবুল ফজল এর উপন্যাস

চৌচির১৯৩৪
রাঙ্গা প্রভাত১৯৫৭
প্রদীপ ও পতঙ্গ১৯৪০

আবুল ফজল এর গল্পগ্রন্থ

মৃতের আত্মহত্যারহস্যময়ী প্রকৃতি
মাটির পৃথিবীচোর
প্রেম ও মৃত্যুবিবর্তন

আবুল ফজল এর নাটক

স্বয়ম্বরা১৯৬৬
‘কায়েদে আজম১৯৪৬
প্রগতি১৯৪৮

দিনলিপি

লেখকের রোজনামচা’১৯৬৯
রেখাচিত্র১৯৬৬
দুর্দিনের দিনলিপি১৯৭২

প্ৰবন্ধ

‘রবীন্দ্র প্রসঙ্গ’ ১৯৭৯
‘বিচিত্র কথা’ ১৯৪০
‘সাহিত্য ও সংস্কৃতি সাধনা’ ১৯৬১
‘সাহিত্য সংস্কৃতি ও জীবন’১৯৬৫
সমাজ সাহিত্য ও রাষ্ট্র’১৯৬৮
সমকালীন চিন্তা’ ১৯৭০
‘মানবতন্ত্র’ ১৯৭২
‘সাহিত্য ও অন্যান্য প্রসঙ্গ’ ১৯৭৪
শুভবুদ্ধি’ ১৯৭৪
‘একুশ মানে মাথা নত না করা’১৯৭৮

জীবনী ও স্মৃতিকথা

‘সাংবাদিক মজিবর রহমান’১৯৬৭
তাঁকে যেমন দেখেছি’ (১৯৭৮)।

আরো পড়ুন:- আবুল মনসুর আহমদ

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।”এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত? (১৬তম বিসিএস)

(ক) সওগাত

(খ) মোহাম্মদী

(গ) শিখা

(ঘ) সমকাল

উত্তর:- (গ) শিখা

প্রশ্ন:-২। ‘রেখাচিত্র’ কোন জাতীয় রচনা? (সরকারী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক)

(ক) জীবনী

(খ) রম্য রচনা

(গ) আত্মজীবনী

(ঘ) ভ্রমণকাহিনী

উত্তর:- (গ) আত্মজীবনী

প্রশ্ন:-৩। ‘রেখাচিত্র’ কার রচনা? (বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার: ১৭)

(ক) আবুল ফজল

(খ) গোলাম মোস্তফা

(গ) বদরুদ্দীন ওমর

(ঘ) আবুল মনসুর

উত্তর:- (ক) আবুল ফজল

প্রশ্ন:-৫। ‘মুসলিম সাহিত্য সমাজ’ এর মুখপাত্র ছিল- [বিমান ও পর্যটন

 মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ০৫]

(ক) শিখা

(খ) তত্ত্ববোধিনী

(গ) বঙ্গদর্শন

(ঘ) সবুজপত্র

উত্তর:- (ক) শিখা

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *