শামসুদ্দীন আবুল কালাম এর উপন্যাস

শামসুদ্দীন আবুল কালাম

শামসুদ্দীন আবুল কালাম  ১৯২৬ সালে ঝালকাঠি জেলার নলছিটির কামদেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম আবুল কালাম শামসুদ্দীন। তাঁর গল্প-উপন্যাসে সমকালীন অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক চিত্র তুলে ধরেছেন।

  • তিনি ‘মাহেনও’ পত্রিকার সম্পাদক ছিলেন।
  • তিনি ১৯৯৪ সালে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।
  • শামসুদ্দীন আবুল কালাম ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেন।

শামসুদ্দীন আবুল কালাম এর উপন্যাস

‘আলমনগরের উপকথা’ (১৯৫৪)‘কাশবনের কন্যা’ (১৯৫৪)
‘জায়জঙ্গল’ (১৯৭৩)‘সমুদ্র বাসর’ (১৯৮৬)
‘দুই মহল’ (১৯৫৫)‘জীবনকাব্য’ (১৯৫৬)
“কাঞ্চনমালা’ (১৯৬১),মনের মতো ঠাঁই’ (১৯৮৫)
‘যার সাথে যার’ (১৯৮৬)‘নবান্ন’ (১৯৮৭)
‘কাঞ্চনগ্রাম’ (১৯৯৮)

গল্পগ্রন্থসমূহ

‘অনেক দিনের আশা’ (১৯৫২)‘ঢেউ’ (১৯৫৩)
‘পথ জানা নেই’ (১৯৫৩)‘দুই হৃদয়ের তীর’ (১৯৫৫)
‘শাহের বানু’ (১৯৫৭)‘পুঁই ডালিমের কাব্য’ (১৯৮৭)

আরো পড়ুন:- শাহ মুহম্মদ সগীর

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।   ‘কাশবনের কন্যা’ গ্রন্থটির লেখক কে? (বাতিলকৃত ২৪ তম বিসিএস]

(ক)  আবুল কালাম শামসুদ্দীন

(খ)  শামসুদ্দীন আবুল কালাম

(গ) জসীমউদ্দীন

(ঘ) আবুল ফজল

উত্তর:- (খ)  শামসুদ্দীন আবুল কালাম

প্রশ্ন:-২।  ‘পথ জানা নেই’ গল্পটি কার লেখা?

(ক) আবুল মনসুর আহমদ

(খ) শওকত ওসমান

(গ) সরদার জয়েনউদ্দীন

(ঘ)  শামসুদ্দীন আবুল কালাম

উত্তর:- (ঘ)  শামসুদ্দীন আবুল কালাম

প্রশ্ন:-৩।  ‘কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা? [২৫তম বিসিএস)

(ক) উপন্যাস

(খ) নাটক

(গ) কাব্য

(ঘ) ছোটগল্প

উত্তর:- (ক) উপন্যাস

প্রশ্ন:-৪।   ‘কাঞ্চনমালা’ গ্রন্থটি কার রচনা? (থানা নির্বাচন অফিসার: ০৪]

(ক) আলাউদ্দীন আল আজাদ

(খ) আবুল ফজল

(গ) সরদার জয়েনউদ্দীন

(ঘ)  শামসুদ্দীন আবুল কালাম

উত্তর:- (ঘ)  শামসুদ্দীন আবুল কালাম

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *