অনুচ্ছেদ লেখার নিয়ম

Paragraph বা অনুচ্ছেদ হচ্ছে কোনো একটি ধারণার ওপর সুসঙ্গত, সুগঠিত এবং যৌক্তিক আলোচনা। Paragraph-এর বাক্যগুলো পরস্পরের সাথে যুক্ত থাকবে। এছাড়াও বাক্যগুলো অর্থের দিক দিয়ে সংগতিপূর্ণ হবে ।

অনুচ্ছেদ লেখার জন্য নিম্নলিখিত বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে

  • একটি title থাকতে হবে ।
  • একটি প্যারায় লিখতে হবে ।
  • অর্থের ধারাবাহিকতা রক্ষা করতে হবে ।
  • সংক্ষিপ্ত রূপ পরিহার করতে হবে ।
  • একই বক্তব্য পুনরাবৃত্তি করা যাবে না।
  • সহজ-সরল ও ছোট ছোট বাক্য দিয়ে লেখা শ্রেয় ।
Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *