লসাগু এবং গসাগু ক্যালকুলেটর দিয়ে |Calculator tricks bangla

শিক্ষার্থী বন্ধুরা তোমরা চাইলে তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়েও লসাগু এবং গসাগু এর মান বের করতে পারো। প্রথমে আমি তোমাদের ল.সা.গু করে দেখাবো।

ল.সা.গু নির্ণয়: ৪৮ ও ৫৪ এর ল.সা.গু নির্ণয়।

প্রথমে তোমরা তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরে ছোট সংখ্যা ৪৮ লিখবে তারপর ab/c  এ বাটনটি প্রেস করবে, তারপর ৫৪ লিখে সমান = চিহ্ন প্রেস করলে রেজাল্ট দেখাবে

লসাগু এবং গসাগু

অর্থাৎ ৮ হবে উপরে ৯ হবে নিচে বা ৯ ভাগের ৮

এখন তুমি ৪৮ আর ৯ অথবা ৫৪ আর ৮ যে কোন একটা গুণ করলে ল.সা.গু পেয়ে যাবে,

লসাগু করার সহজ নিয়ম

৫৪*৮ গুণ করলে হচ্ছে  ৪৩২ তাহলে ল.সা.গু হবে ৪৩২

গ.সা.গু নির্ণয়: ৩৫ এবং ৬৩ এর গ.সা.গু নির্ণয়

প্রথমে তুমি তোমার ক্যালকুলেটরে ছোট সংখ্যাটি অর্থাৎ ৩৫ লিখবে তারপর  ab/c এ বাটনটি প্রেস করে ৬৩ লিখবে, এখন সমান চিহ্ন = প্রেস কর।  দেখবে রেজাল্ট দেখাবে

গসাগু এবং লসাগু

এখানে ৫ হবে উপরে আর ৯ হবে নিচে অর্থাৎ ৯ ভাগের ৫

এখন তুমি ৩৫ কে ৫ দ্বারা অথবা ৬৩ কে ৯ দ্বারা ভাগ করলে গ.সা.গু পেয়ে যাবে।

গসাগু নির্ণয় করার সহজ নিয়ম

আমি যদি ৩৫ কে ৫ দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে  ৩৫/৫= ৭ সুতরাং গ.সা. গু হবে ৭

লসাগু এবং গসাগু বের করার জন্য প্রশ্নে সব সময় দুইটি মান থাকবে তা কিন্তু নয় । যদি দুইয়ের অধিক মান থাকে যেমন:- ৩৫, ৪০, ৯৫ এর লসাগু অথবা  ২৪, ৭২, ১২৮ এর গসাগু নির্ণয় কর। তখন কীভাবে করতে হয় তার জন্য তোমরা নিচের ভিডিওটি দেখতে পারো। লিখে বুঝালে নাও বুঝতে পারে তাই ভিডিওটি দেখার অনুরোধ করছি।

Share this

1 thought on “লসাগু এবং গসাগু ক্যালকুলেটর দিয়ে |Calculator tricks bangla”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *