উৎপাদক করার নিয়ম সায়েন্টিফিক ক্যালকুলেটরে

শিক্ষার্থী বন্ধুরা তোমরা চাইলে এখন থেকে উৎপাদক এর অঙ্ক গুলো সায়েন্টিফিক ক্যালকুলেটর এর সাহায্যে খুব সহজে সমাধান করতে পারো। বিশেষ করে যখন তোমাদের এম সি কিউ প্রশ্নে উৎপাদক থেকে অঙ্ক আসে তখন তোমরা খুব সহজে ক্যালকুরেটর এর সাহায্যে সঠিক উত্তরটি বের করতে পারবে। এখানে আমি তোমাদের নিচের অঙ্কগুলো সমাধান করে দেখাবো।

  1. X2-7x+6
  2. X2-37x-650
  3. X2-35x-1950

উদাহরণ:-১ X2-7x+6 এর উৎপাদক

প্রথমে তুমি তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটরে Mode বাটনটি ৩ বার প্রেস কর তার পর তুমি সেখান থেকে EQN-1 অর্থাৎ তুমি এখন ১ প্রেস করবে, তাহলে Unknowns?

উৎপাদকের অংক করার সহজ নিয়ম

নামে একটা লেখা আসবে এখন তুমি তোমার ক্যালকুলেটরের REPLAY বাটন এর Right বাটনটি প্রেস কর, করার পর দেখবে Degree? 2—3

উৎপাদক নির্ণয়

লেখা আসবে, এখন তুমি ক্যালকুলেটর থেকে ২ প্রেস কর, করার পর দেখবে a1? নামে একটা লেখা আসবে, এখন তুমি যে অংকটির উৎপাদক করবে সে অংকটির দিকে লক্ষ্য কর,

উৎপাদক করার নিয়ম

সেখানে x2 এর সহগ কত দেখ, এ অংকটিতে x2 এর সহগ কিছু নেই তার মানে x2 এর সহগ হবে +১ তাহলে এখন তুমি ক্য্যলকুলেটরে +১ প্রেস কর, তার পর সমান = চিহ্ন প্রেস কর, এখন তোমাকে x এর সহগ প্রেস করতে হবে, এখানে x এর সহগ  -৭ প্রেস করবে, তার পর আবার সমান চিহ্ন প্রেস কর।

এখন তোমাকে Constant এর মান ইনপুট দিতে হবে, এখানে Constant  +৬ প্রেস করে সমান = চিহ্ন প্রেস করলে তোমাকে x1=6 দেখাবে, আবার সমান = চিহ্ন প্রেস করলে তোমাকে x2=1 দেখাবে।

এখন তোমার কাজ হচ্ছে x এর সাথে মানগুলো বিপরীত চিহ্ন দিয়ে বসিয়ে দেওয়া। প্রথমে x1 এর মান ছিল +6 তাহলে একটা উৎপাদক হবে (x-6) আরেকটা হবে x2 এর মান ছিল +1 তাহলে হবে (x-1)

সুতরাং  X2-7x+6 এর উৎপাদক (x-6) (x-1)

উৎপাদক সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে

উদাহরণ:-২  X2-37x-650 এর উৎপাদক

আবার তুমি তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটরে Mode বাটনটি ৩ বার প্রেস কর। তার পর তুমি সেখান থেকে EQN-1

উৎপাদক নির্ণয়

অর্থাৎ তুমি এখন ১ প্রেস করবে, তাহলে Unknowns? নামে একটা লেখা আসবে, এখন তুমি তোমার ক্যালকুলেটরের REPLAY বাটন এর Right বাটনটি প্রেস কর, করার পর দেখবে Degree? 2—3

লেখা আসবে, এখন তুমি ক্যালকুলেটর থেকে ২ প্রেস করার পর দেখবে a? নামে একটা লেখা আসবে । এখন তুমি যে অংকটির উৎপাদক করবে সে অংকটির দিকে লক্ষ্য কর সেখানে x2 এর সহগ কত দেখ,

উৎপাদক করার সহজ নিয়ম

এ অংকটিতে x2 এর সহগ কিছু নেই তার মানে x2 এর সহগ হবে +১ তাহলে এখন তুমি ক্য্যলকুলেটরে +১ প্রেস কর তার পর সমান = চিহ্ন প্রেস কর, এখন তোমাকে x এর সহগ প্রেস করতে হবে, এখানে x এর সহগ  -৩৭ প্রেস করবে, তার পর আবার সমান চিহ্ন প্রেস কর।

এখন তোমাকে Constant এর মানটি ইনপুট দিতে হবে, এখানে Constant  -৬৫০ প্রেস করে সমান = চিহ্ন প্রেস করলে তোমাকে x1= 50 দেখাবে, আবার সমান = চিহ্ন প্রেস করলে তোমাকে x2=-13 দেখাবে।

এখন তোমার কাজ হচ্ছে x এর সাথে মানগুলো বিপরীত চিহ্ন দিয়ে বসিয়ে দেওয়া। প্রথমে x1 এর মান ছিল +50 তাহলে একটা উৎপাদক হবে (x-50) আরেকটা হবে x2 এর মান ছিল -13 তাহলে হবে (x+13)

সুতরাং X2-37x-650 এর উৎপাদক (x-50) (x+13)

যারা এখনও বুঝতে পারোনি তারা নিচের ভিডিওটি দেখতে পারো। আশাকরি ভিডিওটি দেখার পর তোমাদের মনে আর কোন প্রশ্ন থাকবে না।

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *