রম্বসের বৈশিষ্ট্য

রম্বস কাকে বলে ||রম্বসের বৈশিষ্ট্য

রম্বসের সংজ্ঞা

যে চতুর্ভুজের সব বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণ গুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।

রম্বসের কাকে বলে

রম্বসের বৈশিষ্ট্য

  • রম্বসের বিপরীত কোণ গুলো পরস্পর সমান।
  • রম্বসের সকল বাহু সমান হয়।
  • রম্বসের কর্ণদ্বয় অসমান অর্থাৎ সমান নয়।
  • রম্বসের একটি কোন ও সমকোণ নয় ।
  • রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।

রম্বসের বৈশিষ্ট থেকে বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন:-

প্রশ্ন:- চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোন ও সমকোণ নয়, এরুপ চিত্রকে বলা হয়-     বিসিএস, স.চা

(ক) সামান্তরিক            (খ) বর্গক্ষেত্র    

(গ) চতুর্ভুজ                  (ঘ) রম্বস          

উত্তর:-(ঘ) রম্বস

প্রশ্ন:- একটি রম্বস আকতে হলে কমপক্ষে কোন উপাত্ত গুলোর প্রয়োজন? প্র. শি, স.চা

(ক) দুইটি বিপরীত বাহু (খ) একবাহু ও এককোণ           

(গ)  কর্ণের দৈর্ঘ্য           (ঘ) দুইটি বিপরীত কোণ          

উত্তর:-(খ) একবাহু ও এককোণ

প্রশ্ন:- যে সামান্তরিকের সকল বাহু সমান কিন্তু কোণগুলো সমান নয়, তাকে বলে- প্র.শি

(ক) সামান্তরিক            (খ) বর্গক্ষেত্র    

(গ) চতুর্ভুজ                  (ঘ) রম্বস          

উত্তর:-(ঘ) রম্বস

প্রশ্ন:- রম্বসের কর্ণদ্বয় পরস্পর o বিন্দুতে ছেদ করেছে কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ- প্র.শি, স.চা

(ক) সূক্ষকোণ  (খ) সমকোণ   

(গ) সরলকোণ (ঘ) স্থুলকোণ   

উত্তর:-(খ) সমকোণ

প্রশ্ন:- কোন সামান্তরিকের ৪ টি বাহু পরস্পর সমান, কিন্তু কর্ণব্দয় পরস্পর অসমান। তাকে কি বলে?     প্র.শি, স.চা

(ক) সামান্তরিক            (খ) বর্গক্ষেত্র    

(গ) রম্বস                      (ঘ) ট্র্রাপিজিয়াম 

উত্তর:-(গ) রম্বস

রম্বসের বৈশিষ্ট্য গুলো সহজে মনে রাখার জন্য নিচের ভিডিওটি দেখতে পারেন।

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *