রম্বসের ক্ষেত্রফল

রম্বসের ক্ষেত্রফল | রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র

রম্বসের ক্ষেত্রফল বা রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র থেকে নিয়োগ পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় প্রশ্ন আসে। আর এখানে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন সমূহ সমাধান করে দেওয়া হয়েছে।

রম্বসের ক্ষেত্রফল

রম্বসের ক্ষেত্রফল
নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন সমূহ

প্রশ্ন:- একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ৪ সে.মি এবং ৬ সে.মে হয়, তবে রম্বসের ক্ষেত্রফল কত? বি.সি.এস-৩১

(ক) ১২ বর্গ সে.মি         (খ) ১৮ বর্গ সে.মি

(গ)  ৮ বর্গ সে.মি          (ঘ) ২০  বর্গ সে.মি 

উত্তর:-(ক) ১২ বর্গ সে.মি

প্রশ্ন:- একটি রম্বসের কর্ণদ্বয় ৫ সে.মে এবং ৬ সে.মি হলে, এর ক্ষেত্রফল কত?  শি.নি

(ক) ১৮ বর্গ সে.মি         (খ) ১৫ বর্গ সে.মি         

(গ)  ১২ বর্গ সে.মি         (ঘ) ১৪ বর্গ সে.মি 

উত্তর:-(খ) ১৫ বর্গ সে.মি

প্রশ্ন:- একটি রম্বসের অর্ধকর্ণদ্বয় ৫ এবং ৬ মিটার হলে, এর ক্ষেত্রফল কত?  স.চা

(ক) ৬০ বর্গ মিটার        (খ) ১২০ বর্গ মিটার

(গ)  ৫০  বর্গ মিটার      (ঘ)  ৪০ বর্গ মিটার   

উত্তর:-(ক) ৬০ বর্গ মিটার

প্রশ্ন:- একটি রম্বসের কর্ণদ্বয় ৪০ সে.মি ও ৬০ সে.মি। রম্বটির ক্ষেত্রফল কত?  শি.নিবন্ধন

(ক) ১০০০ বর্গ সে.মি    (খ) ১২০০ বর্গ সে.মি

(গ)  ৮০০ বর্গ সে.মি     (ঘ)  ৪০০ বর্গ সে.মি 

উত্তর:-(খ) ১২০০ বর্গ সে.মি

প্রশ্ন:- একটি রম্বসের ক্ষেত্রফল ৫২ বর্গ সে.মি হলে, এর কর্ণদ্বয়ের গুণফল কত? শি.নিবন্ধন

(ক) ২৬ বর্গ সে.মি        (খ) ৫২ বর্গ সে.মি

(গ) ১০৪ বর্গ সে.মি       (ঘ) ১১২ বর্গ সে.মি 

উত্তর:-(গ) ১০৪ বর্গ সে.মি

রম্বসের বৈশিষ্ট্য

আপনি যদি প্রশ্ন গুলো সমাধান করতে না পারেন। তাহলে নিচের ভিডিওটি অবশ্যই দেখবেন। আশাকরি ভিডিওটি দেখার পর খুব সহজে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবেন।

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *