বিভিন্ন পরীক্ষায় বার বার আসা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান। যে কোন প্রতিযোগীতা মূলক পরীক্ষায় কমন পাবেন।
প্রশ্ন:-১ এম. ভি. সোয়াত চট্টগ্রামে পৌছে = ৩রা মার্চ
প্রশ্ন:-২ মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে জনমত তৈরিতে কার নাম জড়িত = বিচারপতি আবু সায়িদ চৌধুরী
প্রশ্ন:-৩ বাংলার মুক্তি সনদ’ হিসেবে পরিচিত = ৭ই মার্চের ভাষন
প্রশ্ন:-৪ শরনার্থী কর আইন আরোপ করেছে = ভারত সরকার
প্রশ্ন:-৫ সাইমন ড্রিং কে = ব্রিটিশ সাংবাদিক
প্রশ্ন:-৬ মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট ফোর্স গঠিত হয়েছিল = ৩ টি
প্রশ্ন:-৭ ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম = অপারেশন সার্চ লাইট
প্রশ্ন:-৮ বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা = যশোর
প্রশ্ন:-৯ মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন = মওলানা আবদুল হামিদ খান ভাসানী
প্রশ্ন:-১০ কত তারিখে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় = ৭ই মার্চ ১৯৭৩
প্রশ্ন:-১১ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য সর্বমোট বীরত্বসূচক খেতাব প্রদান করা হয় = ৬৭৬ জন
প্রশ্ন:-১২ মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন = সৈয়দ নজরুল ইসলাম
প্রশ্ন:-১৩ যৌথবাহিনী গঠিত হয়েছিল = ১৯৭১ সালের ২১ নভেম্বর
প্রশ্ন:-১৪ মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি = চারটি
প্রশ্ন:-১৫ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় = ১৪ ডিসেম্বর
প্রশ্ন:-১৬ মুক্তিবাহিনী গঠিত হয় = ১৯৭১ সালের ১১ জুলাই
প্রশ্ন:- ১৭ ১৯৭১ এ ভারতীয় বিমান ঘাটিতে পাকিস্তান বোমা হামলা চালায় = ৩রা নভেম্বর
প্রশ্ন:-১৮ ৭ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোকসংখ্যা ছিলো = প্রায় দশ লক্ষ
প্রশ্ন:-১৯ অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী ছিল = ইয়াহিয়া খান
প্রশ্ন:-২০ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা ছিলো = দুই নম্বর সেক্টর
প্রশ্ন:-২১ সর্ব কনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম = শহীদুল ইসলাম, বীর প্রতীক তার বয়স ছিলো ১২ বছর
প্রশ্ন:-২২ মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান = এম. মনসুর আলি।
প্রশ্ন:-২৩ মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার কোন এলাকায় = সেগুনবাগিচায় অবস্থিত
প্রশ্ন:-২৪ মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি = বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
প্রশ্ন:-২৫ মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা = ১১টি সেক্টরে
প্রশ্ন:-২৬ মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায় = প্রায় ৩০ লাখ
প্রশ্ন:-২৭ মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল = ‘জয় বাংলা’
প্রশ্ন:-২৮ আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল অন্তভুর্ক্ত ছিল = ১০নং সেক্টরে
প্রশ্ন:-২৯ শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ছয়দফা ঘোষনা করেন = ২৩ মার্চ ১৯৬৬
প্রশ্ন:-৩০ মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিলো = যুক্তরাজ্য
প্রশ্ন:- ৩১ ‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত দুই জন নারী মুক্তিযোদ্ধা কে কে = তারামন বিবি ডা. সেতারা বেগম।
প্রশ্ন:-৩২ বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিলো = ১৭ এপ্রিল, ১৯৭১
প্রশ্ন:-৩৩ মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন = তাজউদ্দিন আহমেদ
প্রশ্ন:-৩৪ শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ ঘোষনা করা হয় = ৩ মার্চ ১৯৭১
প্রশ্ন:-৩৫ কখন মুক্তিযুদ্ধের বিরধিতাকারী মালিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন = ১৪ই ডিসেম্বর
প্রশ্ন:-৩৬ মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাব লাভকারী বিদেশী নাগরিক কোন দেশের = ডাচ
প্রশ্ন:-৩৭ আত্মসমর্পনের পরে পাকিস্তানী দের যুদ্ধবন্দি হিসেবে নিয়ে যাওয়া হয় = ঢাকা সেনানিবাসে।
প্রশ্ন:-৩৮ সম্প্রতি কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট’ = আইভরি কোস্ট
প্রশ্ন:-৩৯ অপারেশন জ্যাকপটে কতটি পাকিস্তানী জাহাজ ধ্বংস করে = ৬০ টি
আরো পড়ুন
সাধারণ জ্ঞান বাংলাদেশে বিষয়াবলী
mmmmmm
এই site টা আমার অনেক ভালো লাগছে।
অনেক গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া হয়েছে।
অনেক অনেক ভালো। ধন্যবাদ।
Very helpful for me.