বাংলা উচ্চারণের নিয়ম সমূহ

বাংলা উচ্চারণের নিয়ম

১। মৌলিক শব্দের আদ্য অ-ধ্বনির পর ই/উ/ঋ থাকলে ঐ অ-এর উচ্চারণ ও-বৎ হয়। যেমন: অতি (ওতি), সতী (শোতি)।

২। শব্দের গোড়ার র-ফলা যুক্ত ব্যঞ্জনের অ-ধ্বনি ও-বৎ হয়। যেমন: ক্রম (ক্রোম)

৩। শব্দের মধ্যে বা শেষে থাকলে র-ফলা আশ্রয়ী ব্যঞ্জনের দ্বিত্ব ঘটায়। যেমন: ছাত্র (ছাত্ ত্রো)

৪। শব্দের আদ্য অ এর পরে য ফলা যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে সেক্ষেত্রে অ-এর উচ্চারণ ও কারের মতো হয়।যেমন:- অদ্য (ওদ্ দো)

৫। শব্দের মঝে বা শেষে ক্ষ এর উচ্চারণ ক্খ হয়ে থাকে।যেমন: দক্ষতা (দোক্ খোতা)

৬। শব্দের গোড়ায় থাকলে ব-ফলা য় ব-এর উচ্চারণ হয় না। যেমন: ধ্বনি (ধোনি), শ্বাস (শাশ্)

৭। শব্দের গোড়ায় থাকলে ম-ফলা য় ম-এর উচ্চারণ হয় না। যেমন: স্মৃতি (সৃতিঁ)

আরো পড়ুন

অ- ধ্বনি উচ্চারণের ৫ টি নিয়ম

এ- ধ্বনি উচ্চারণের ৫ টি নিয়ম

Share this

2 thoughts on “বাংলা উচ্চারণের নিয়ম”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *