পৃথিবীর ওজন

পৃথিবীর ওজন কত

পৃথিবীর ওজন- 5.972 × 10^24 kg

প্রশ্ন:-১ পৃথিবীর আয়তন- প্রায় ৫১,০১,০০,৫০০ বর্গ কিলোমিটার।

প্রশ্ন:-২ পৃথিবীর উপগ্রহ-চাদঁ

প্রশ্ন:-৩ পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব- ৩,৮৪,৪০০ কি.মি.।

প্রশ্ন:-৪ পৃথিবীর ব্যাসার্ধ- প্রায় ৬,৪৩৬ কি.মি.।

প্রশ্ন:-৫ পৃথিবীর জলভাগের আয়তন- ৩৬,১১,৪৮,২০০ বর্গ কি.মি. যা মোট আয়তনের ৭১ ভাগ প্রায়।

প্রশ্ন:-৬ পৃথিবীর নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে কত সময় লাগে- ২৩ ঘন্টা ৫৬ মিনিট।

প্রশ্ন:-৭ পৃথিবীর পরিধি- প্রায় ৪০,২৩৪ কি.মি.।

প্রশ্ন:-৮ পৃথিবীর ব্যাস- প্রায় ১২,৭৬৫ কি.মি.।

প্রশ্ন:-৯ পৃথিবীর স্থলভাগের আয়তন- ১৪,৮৯,৫০,৩২০ বর্গ কি.মি. যা মোট আয়তনের ২৯ ভাগ প্রায়।

প্রশ্ন:-১০ সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে- ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।

প্রশ্ন:-১১ পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব- ১৪,৯৫,০০,০০০ কি.মি.।

আরো জানুন

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *