পৃথিবী থেকে সূর্যের দূরত্ব

পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার। সূর্যের ব্যাস প্রায় ১৩ লক্ষ ৯২ হাজার কিলোমিটার। সূর্যের গাঠনিক উপাদান হাইড্রোজেন এবং হিলিয়াম।

জেনে রাখুন

প্রশ:- ১ সূর্যকে কেন্দ্র করে বুধের ঘুরে আসতে সময় লাগে- ৮৮ দিন

প্রশ্ন:-২ সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে- ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।

প্রশ্ন:-৩ শনি গ্রহের উপগ্রহের সংখ্যা- ২২ টি।

প্রশ্ন:-৪ সৌরজগতে বৃহত্তম গ্রহ- বৃহস্পতি

প্রশ্ন:-৫ নেরাইড এবং ট্রাইটন কোন গ্রহের উপগ্রহ- নেপচুন

প্রশ্ন:-৬ পৃথিবীর নিকটতম গ্রহ – শুক্র

প্রশ্ন:- ৭ কোন দুটি গ্রহের কোন উপগ্রহ নেই?- বুধ এবং শুক্র গ্রহের

প্রশ্ন:- ৮ সর্বশেষ হ্যালির ধূমকেতু দেখা গেছে- ১৯৮৬ সালে।

প্রশ্ন:-৯ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব- প্রায় ১৫ কোটি কিলোমিটার

প্রশ্ন:- ১০ হ্যালির ধূমকেতু কত দেখা যায় – ৭৫ বছর পর পর

প্রশ্ন:- ১১ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ- বুধ

প্রশ্ন:- ১২ সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ- পৃথিবী

প্রশ্ন:- ১৩ পৃথিবীর উপগ্রহ- চাঁদ

প্রশ্ন:- ১৪ গ্রহরাজ কোনটি – বৃহস্পতি

প্রশ্ন:- ১৫ নিরক্ষরেখা পৃথিবীকে কয়টি ভাগে ভাগ করেছে? – দুইটি

প্রশ্ন:- ১৬ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে- ৮ মিনিট ১৯ সেকেন্ড।

প্রশ্ন:-১৭ নিরক্ষরেখার দক্ষিণ দিকের পৃথিবীর অর্ধেককে কী বলা হয়- দক্ষিণ গোলার্ধ।

আরো জানুন

পৃথিবী থেকে চাদেঁর দূরত্ব

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *