নেমেসিস’ নাটক নুরুল মোমেন

নুরুল মোমেন

নুরুল মোমেন ২৫ নভেম্বর, ১৯০৬ সালে বর্তমান ফরিদপুরের  আলফাডাঙ্গার বুড়োইচ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ‘নাট্যগুরু’ হিসেবে  পরিচিত। মাত্র ১০ বছর বয়সে তাঁর প্রথম কবিতা ‘সন্ধ্যা’ ধ্রুবতারা প্রকাশিত হয়।

  • তিনি ১৯৬১ সালে বাংলা একাডেমি পুরস্কারে এবং ১৯৭৮ সালে একুশে পদক পান।

নুরুল মোমেনর রচিত নাটক

নেমেসিস’ (১৯৪৮)‘রূপান্তর’ (১৯৪৭)
আলোছায়া’ (১৯৬২)শতকরা আশি’ (১৯৬৭)
‘আইনের অন্তরালে’ (১৯৬৭)যেমন ইচ্ছা তেমন’ (১৯৭০)

রচিত রম্যগ্রন্থসমূহ

বহুরূপীনরসুন্দর
হিং টিং ছট

আরো পড়ুন:- মুহম্মদ এনামুল হক

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  ‘নেমেসিস’ কোন জাতীয় রচনা? (২৬তম বিসিএস)

(ক) কাব্য

(খ) নাটক

(গ) গীতি

(ঘ) কবিতা

উত্তর:- (খ) নাটক

প্রশ্ন:-২।  ‘নেমেসিস’ নাটকে নূরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন? (২৬তম বিসিএস)

(ক) দ্বিতীয় বিশ্বযুদ্ধ

(খ) ঊনপঞ্চাশের মন্বন্তর

(গ) বায়ান্নর ভাষা আন্দোলন

(ঘ) একাত্তরের মুক্তিযুদ্ধ

উত্তর:- (ক) দ্বিতীয় বিশ্বযুদ্ধ

প্রশ্ন:-৩।  ‘নেমেসিস’ নাট্যগ্রন্থের লেখক কে?

(ক) ইব্রাহীম খাঁ

(খ) নূরুল মোমেন

(গ) নজরুল

(ঘ) মুনীর চৌধুরী

উত্তর:- (খ) নূরুল মোমেন

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *