আখতারুজ্জামান ইলিয়াস এর উপন্যাস

আখতারুজ্জামান ইলিয়াস

আখতারুজ্জামান  ইলিয়াস ১৯৪৩ সালের ১২ই ফেব্রুয়ারি  গাইবান্ধা জেলার গোটিয়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম মঞ্জু। তার পৈতৃক বাড়ি বগুড়া জেলায়। তিনি ১৯৬৫ সালে জগন্নাথ কলেজে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

মৃত্যু: তিনি ৪ জানুয়ারি, ১৯৯৭ সালে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

পুরস্কার

বাংলা একাডেমী পুরস্কার (১৯৮৩)আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮৭)
একুশে পদক (মরণোত্তর) (১৯৯৮)কাজী মাহবুবুল্লাহ স্বর্ণপদক (১৯৯৬)

আখতারুজ্জামান ইলিয়াস এর উপন্যাস

‘চিলেকোঠার সেপাই’ (১৯৮৭)খোয়াবনামা’ (১৯৯৬)

আখতারুজ্জামান ইলিয়াস এর গল্পগ্রন্থ

‘অন্যঘরে অন্যস্বর’ (১৯৭৬)‘খোঁয়ারি’ (১৯৮২)
দুধেভাতে উৎপাত’ (১৯৮৫)‘দোজখের ওম’ (১৯৮৯)

গল্প

‘রেইনকোট’জাল স্বপ্ন স্বপ্নের
জাল’মিলির হাতে স্টেনগান

প্রবন্ধগ্রন্থ

‘সংস্কৃতির ভাঙ্গা সেতু’১৯৯৮

আরো পড়ুন:-শামসুদ্দীন আবুল কালাম

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি? (৪১তম বিসিএস)

(ক) মাটির জাহাজ

(খ) চিলেকোঠার সেপাই

(গ) কাঁটাতারে প্রজাপতি

(ঘ) ভূমিপুত্র

উত্তর:- (খ) চিলেকোঠার সেপাই

প্রশ্ন:-২।  ‘সংস্কৃতির ভাঙা সেতু’ গ্রন্থটি কে রচনা করেছেন? (২০তম বিসিএস)

(ক) মোতাহের হোসেন চৌধুরী

(খ) বিনয় ঘোষ

(গ)  আখতারুজ্জামান ইলিয়াস

(ঘ) রাধারমণ মিত্র

উত্তর:- (গ)  আখতারুজ্জামান ইলিয়াস

প্রশ্ন:-৩।   ‘দোজখের ওম’ গল্পগ্রন্থটি কার রচনা? (প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক: ১৩)

(ক) আখতারুজ্জামান ইলিয়াস

(খ) হাসান আজিজুল হক

(গ) হুমায়ুন আহমেদ

(ঘ)  শওকত ওসমান

উত্তর:- (ক) আখতারুজ্জামান ইলিয়াস

প্রশ্ন:-৪।   ‘দুধেভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা কে? (২৩তম বিসিএস)

(ক) মীর মশাররফ হোসেন

(খ) আখতারুজ্জামান ইলিয়াস

(গ) শওকত ওসমান

(ঘ)  বুদ্ধদেব বসু

প্রশ্ন:-৪।  চিলেকোঠার সেপাই’ উপন্যাসটি কার লেখা?

(ক) আখতারুজ্জামান ইলিয়াস

(খ) আবুল ফজল

(গ) জহির রায়হান

(ঘ) শওকত ওসমান

উত্তর:- (ক) আখতারুজ্জামান ইলিয়াস

প্রশ্ন:-৫।  কোনটি আখতারুজ্জামান ইলিয়াসের লেখা? সহকারী থানা শিক্ষা অফিসার: ১৬

(ক) খেলারাম খেলে যা

(খ) চিলেকোঠার সেপাই

(গ) রুদ্ধদ্বার মুক্তপ্রাণ

(ঘ) সারেং বৌ

উত্তর:- (খ) চিলেকোঠার সেপাই

প্রশ্ন:-৬।  ‘খোয়াবনামা’ উপন্যাসের রচয়িতা কে? (চট্টগ্রাম বন্দর উন্নয়ন

কর্তৃপক্ষ: ১৭)

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) শওকত ওসমান

(গ) আখতারুজ্জামান ইলিয়াস

(ঘ) সৈয়দ শামসুল হক

উত্তর:- (গ) আখতারুজ্জামান ইলিয়াস

প্রশ্ন:-৭।  ‘মিলির হাতে স্টেনগান’ গল্পটি কার লেখা? (৩৫তম বিসিএস)

(ক) আখতারুজ্জামান ইলিয়াস

(খ)  শওকত ওসমান

(গ) শহীদুল জহির

(ঘ) শওকত আলী

উত্তর:- (ক) আখতারুজ্জামান ইলিয়াস

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *