অমিয় চক্রবর্তীর বিখ্যাত

অমিয় চক্রবর্তী

অমিয় চক্রবর্তী ১০ এপ্রিল, ১৯০১ সালে হুগলীর শ্রীরামপুরে জন্মগ্রহণ করেন। তিনি রবীন্দ্রনাথের সাহিত্য সচিব ছিলেন। তিনি ১৯৬০ সালে ইউনেস্কো পুরস্কার  এবং ১৯৭০ সালে পদ্মভূষণ উপাধি পান।

  • তাঁর বিখ্যাত কবিতা- বাংলাদেশ

অমিয় চক্রবর্তী এর কাব্যগ্রন্থ

‘একমুঠো’১৯৩৯
‘খসড়া’ ১৯৩৮
পালাবদল’১৯৫৫
‘ঘরে ফেরার দিন’১৯৬১
‘কবিতাবলী’ ১৯২৫
হারানো অর্কিড’ ১৯৬৬
‘মাটির দেয়াল’ ১৯৪২
‘পুষ্পিত ইমেজ’১৯৬৭
উপহার’১৯২৭
‘অনিঃশেষ১৯৭৬
‘পারাপার’ ১৯৫৩
অভিজ্ঞান বসন্ত’১৯৪৩
দূরবাণী১৯৪৩

অমিয় চক্রবর্তী এর গদ্য রচনা

চলো যাইসাম্প্রতিক
পুরবাসীপথ অন্তহীন

আরো পড়ুন:- সৈয়দ ওয়ালীউল্লাহ

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  ‘বাংলাদেশ’ কবিতাটি কার লেখা?

(ক) অজিত দত্ত

(খ) আহসান হাবীব

(গ) শামসুর রাহমান

(ঘ) অমিয় চক্রবর্তী

উত্তর:- (ঘ) অমিয় চক্রবর্তী

প্রশ্ন:-২।  রবীন্দ্রোত্তর যুগের অন্যতম প্রধান আধুনিক কবি যিনি রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন, তিনি হলেন-

(ক) অজিত দত্ত

(খ) আহসান হাবীব

(গ) শামসুর রাহমান

(ঘ) অমিয় চক্রবর্তী

উত্তর:- (ঘ) অমিয় চক্রবর্তী

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *