বঙ্গবাণী কবিতা

আবদুল হাকিম | বঙ্গবাণী কবিতা

আবদুল হাকিম ১৬২০ খ্রিষ্টাব্দে নোয়াখালী জেলার বাবুপুরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সপ্তদশ শতকের মুসলিম কবি। তাঁর বিখ্যাত কবিতা ‘বঙ্গবাণী। তিনি ১৬৯০ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।

আবদুল হাকিম এর কাব্যগ্রন্থ

ইউসুফ জোলেখানূরনামা
দোররে মজলিশকারবালা ও শহরনামা’।
হানিফার লড়াইশিহাবুদ্দীন নামা

আবদুল হাকিম এর বিখ্যাত উক্তি

‘যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।
সে সব কাহার জন্ম নিৰ্ণয় ন জানি।’
‘দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়।
‘তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। নিজ পরিশ্রমে তোষি আমি সর্বজন।’

আরো পড়ুন:- আবু জাফর ওবায়দুল্লাহ

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আস প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  “দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়।” কবিতাংশটি কার? (বাণিজ্য মন্ত্রণালয়ের নির্বাহী অফিসার: ০৭)

(ক) আবদুল হাকিম

(খ) মোজাম্মেল হক

(গ) কামিনী রায়

(ঘ) রজনীকান্ত সেন

উত্তর:- (ক) আবদুল হাকিম

প্রশ্ন:-২।  “যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।“ এ পক্তি দু’টি কোন কবির কবিতা হতে উদ্ধৃত করা হয়েছে? (অগ্রণী ব্যাংক লি. সি. অফিসার: ১৫, সহ. উপজেলা শিক্ষা অফিসার: ১০)

(ক) রামনিধি গুপ্ত

(খ) আলাওল

(গ) আবদুল হাকিম

(ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

উত্তর:- (গ) আবদুল হাকিম

প্রশ্ন:-৩।  আবদুল হাকিম জন্মগ্রহণ করেন? ( কর্মসংস্থান ব্যুরোর উপ-সহকারী পরিচালক: ০১)

(ক) ১৬২০ খ্রি.

(খ) ১৭২০ খ্রি.

(গ) ১৬৩০ খ্রি.

(ঘ) ১৭৩০ খ্রি.

উত্তর:- (ক) ১৬২০ খ্রি.

প্রশ্ন:-৪। আবদুল হাকিম কোন শতকের কবি ছিলেন? ( প্রা. বিদ্যালয় নিয়োগ:-১১)

(ক) পঞ্চদশ

(খ) একাদশ

(গ) অষ্টাদশ

(ঘ) সপ্তদশ

উত্তর:- (ঘ) সপ্তদশ

প্রশ্ন:-৫। বঙ্গবাণী’ কবিতার রচয়িতা কে? ( ইঞ্জিনিয়ার: ২০, সিজিডিএফ এর জুনিয়র অডিটর:১৯)

(ক) আবদুল হাকিম

(খ) সুফিয়া কামাল

(গ) জহির রায়হান

(ঘ) শামসুর রাহমান

উত্তর:- (ক) আবদুল হাকিম

প্রশ্ন:-৬। ‘কারবালা ও শহরনামা’ কাব্যগ্রন্থটির রচয়িতা- (রূপালী ব্যাংক লি.

অফিসার (ক্যাশ): ১৮]

(ক) শাহ মুহম্মদ সগীর

(খ) আলাওল

(গ) আবদুল হাকিম

(ঘ) দৌলত কাজী

উত্তর:- (গ) আবদুল হাকিম

প্রশ্ন:-৭।  ‘ইউসুফ জুলেখা’ মর্সিয়া সাহিত্যের লেখক কে? (এনএসআই এর ওয়্যারলেস অপারেটর: ২১)

(ক) শেখ ফয়জুল্লাহ

(খ) দৌলতখাঁ

(গ) আব্দুল হাকিম

(ঘ) আব্দুল করিম

উত্তর:- (গ) আব্দুল হাকিম

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *