অনুপাত ও সমানুপাত পর্ব-৩

অনুপাত ও সমানুপাত থেকে বি সি এস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় সবচেয়ে বেশিবার আসা প্রশ্ন। আপনি যদি এ প্রশ্ন গুলো শর্টকাটে সমাধান করতে পারেন। তাহলে এ নিয়ম থেকে যে কোন প্রশ্ন আসলে সমাধান করতে পারবেন। আর যদি না পারেন, তাহলে নিচে একটি ভিডিও দেওয়া হয়েছে, সেটি দেখতে পারেন। ভিডিওটি দেখার পর খুব সহজে প্রশ্নগুলো শর্টকাটে সমাধান করতে পারবেন।

প্রশ্ন:- মা ও মেয়ের  বয়সের অনুপাত ১১:৪ যদি মেয়ের বয়স ১৬ বছর হয়, তবে মার বয়স কত? স.চা

ক. ৩৫ বছর খ. ৪৩ বছর

গ. ৪২ বছর ঘ. ৪৭ বছর

উত্তর: ৪২ বছর

প্রশ্ন:- দুইটি সংখ্যার অনুপাত ৫:৮ ছোট সংখ্যাটি ৬৫ হয় তবে বড় সংখ্যাটি কত হবে? স.চা

ক. ১০০ খ. ১০৫

গ. ১০৪ ঘ. ১০৭

উত্তর: ১০৪

প্রশ্ন:- কিছু টাকা কাশেম ও রাসেদের মধ্যে ৪:৩ অনুপাতে ভাগ কওে দেয়া হলো । রাশেদ ২৪০০ টাকা পেলে মোট টাকার পরিমান কত ছিল? ব্যাংক

ক. ৫৫০০ টাকা খ. ৫৪০০ টাকা

গ. ৫৬০০ টাকা ঘ. ৫৯০০ টাকা  

উত্তর: ৫৬০০ টাকা

প্রশ্ন:- কিছু টাকা লামিয়া সামিয়া, ও সাইমুন এর মধ্যে ৫:৪:২ অনুপাতে ভাগ করে দেওয়া হলো, সাইমুন ১৮০ টাকা পেলে লামিয়া ও সামিয়া কত টাকা পাবে?

ক. ৪৫০ ও ৩৬০ খ. ৪০০ ও ৩০০

গ. ৪৬০ ও ৩৫০ ঘ. ৩৬০ ও ৪৫০

উত্তর: ৪৫০, ৩৬০

অনুপাত শর্টকাট পর্ব-৫

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *