সত্যেন্দ্রনাথ দত্ত
১৮৮২ খ্রিষ্টাব্দে কলকাতার নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতামহ ছিলেন ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক ও উনিশ শতকের বিশিষ্ট প্রাবন্ধিক অক্ষয়কুমার দত্ত । ছন্দ নির্মাণে তিনি অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়েছেন। এজন্য তিনি ‘ছন্দের রাজা’ ও ও ‘ছন্দের জাদুকর বলা হয়ে থাকে। সত্যেন্দ্রনাথ দত্তের কাব্য গ্রন্থ সবিতা সন্ধিক্ষণ হোমশিখা ফুলের ফসল’ কাব্য সঞ্চয়ন তীর্থ রেণু তুলির লিখন অভ্র-আবীর …