পত্র বা চিঠির কয়টি অংশ
পত্র বা চিঠি কাকে বলে ‘পত্র’ শব্দটির আভিধানিক অর্থ চিহ্ন বা স্মারক। কোনো বিশেষ উদ্দেশ্যে মানবমনের কোনো ভাব, সংবাদ, তথ্য, আবেদন ইত্যাদি অপরের কাছে লিখিতভাবে জানানো হলে, তাকে সাধারণভাবে পত্র বা চিঠি বলে। পত্র লিখার ক্ষেত্রে কতকগুলো সাধারণ নিয়ম মেনে চলতে হয়। যেমন- ১ চিঠির প্রকাশভঙ্গি আকর্ষণীয় হতে হবে। এর জন্য সহজ- সরল ও প্রাঞ্জল …