মানিক বন্দ্যোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায় ১৯০৮ খ্রিষ্টাব্দে তিনি সাঁওতাল পরগণার দুমকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতৃপুরুষের বসতি ছিল বাংলাদেশের বিক্রমপুরে। তিনি বাংলা উপন্যাস ও ছোটগল্পের লেখক হিসেবে খ্যাতিমান। মানিক বন্দ্যোপাধ্যায় এর উপন্যাস ‘জননী’ (১৯৩৫) পদ্মানদীর মাঝি’ (১৯৩৬) পুতুলনাচের ইতিকথা’ (১৯৩৬) ‘অমৃতস্য পুত্রা’ (১৯৩৮) ‘শহরতলী’ (১৯৪০) ‘অহিংসা’ (১৯৪১) মাশুল’ (১৯৫৬)। ‘আরোগ্য’ (১৯৫৩) দিবারাত্রির কাব্য’ (১৯৩৫) ‘শহরবাসের ইতিকথা’ (১৯৪৬) ‘চিহ্ন’ (১৯৪৭) …